শিরোনাম
◈ নির্বাচনের মাঝেই ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২১, ০২:১৪ রাত
আপডেট : ১১ নভেম্বর, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ মাসে ১১ বার বাড়ল জেট ফুয়েলের দাম

নিউজ ডেস্ক: আবারও জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড। গত বছরের অক্টোবর থেকে ১৩ মাসে এ পর্যন্ত ১১ বার বাড়ানো হলো জেট ফুয়েলের দাম।

আজ বুধবার অ্যাভিয়েশন খাত সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন।

তারা বলছেন, এতে আকাশপথের যাত্রীদের গুণতে হবে অতিরিক্ত টাকা। বিপিসির এ ধরণের অযৌক্তিক সিদ্ধান্তে বাংলাদেশের এয়ারলাইনসগুলো বিশ্ব বাজারে প্রতিযোগিতার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে।

সূত্র জানায়, বিপিসির সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৭ টাকা বাড়ানো হয়েছে। এখন প্রতি লিটার জেট ফুয়েলের দাম দাঁড়ালো ৭৭ টাকা।

এ খাত সংশ্লিষ্টরা জানান, গত বছর অক্টোবরে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৪৬ টাকা। অর্থাৎ বিপিসি গত ১৩ মাসে এর দাম ৬৭ শতাংশ বাড়িয়েছে।

ডিসেম্বরে প্রতি লিটারের দাম ছিল ৪৮ টাকা, জানুয়ারিতে হয় ৫৩ টাকা, ফেব্রুয়ারিতে ৫৫ টাকা, মার্চে ৬০ টাকা, এপ্রিলে ছিল ৬১ টাকা। তবে মে মাসে লিটারে এক টাকা দাম কমানো হয়েছিল। জুনে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়ে হয় ৬৩ টাকা, জুলাইয়ে ৬৬ টাকা, আগস্টে ৬৭ টাকা এবং এ বছরের অক্টোবরে দাঁড়ায় ৭০ টাকা।

জানতে চাইলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিপিসি গত এক বছরে নিয়মিতভাবে জেট ফুয়েলের দাম বাড়িয়েছে। এ পরিস্থিতিতে আমরা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকতে পারব না।'

তিনি বলেন, 'জেট ফুয়েলের বর্ধিত দাম এয়ারলাইন্সের অপারেশন খরচ বাড়াবে এবং শেষ পর্যন্ত যাত্রীদের টিকিটের জন্য বেশি টাকা ব্যয় করতে হবে।'

অ্যাভিয়েশন বিশেষজ্ঞ ও ভ্রমণ ম্যাগাজিন সাপ্তাহিক মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম বলেন, 'করোনার প্রভাব কাটিয়ে উঠতে বিভিন্ন দেশ তাদের এয়ারলাইনস টিকিয়ে রাখতে বিভিন্ন পরিকল্পনা করছে। কিন্তু আমাদের সরকার এখন পর্যন্ত এ ব্যাপারে কিছুই করেনি।'

'বরং, তারা কোনো যৌক্তিক কারণ ছাড়াই জেট ফুয়েলের দাম বাড়িয়েছে,' বলেন তিনি। - দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়