ফাহাদ ইফতেখার: [২] বুধবার আর্মি পাবলিক স্কুলে হামলা সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টে হাজির হয়েছেন তিনি। সেসময় তিনি আদালতকে বলেন, আমি আইনের শাসনে বিশ্বাস করি, আদালত যে নির্দেশনা দেবে আমরা তা পালন করতে প্রস্তুত আছি। দি নিউজ, জিও নিউজ
[৩] প্রধান বিচারপতি গুলজার আহমেদের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত ক্ষমতায় আদালতে হাজির হওয়ার জন্য তলব করেন।
[৪] ১৬ ডিসেম্বর ২০১৪ তে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিরা পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে হামলা চালায় এবং ১৪০ জনেরও বেশি মানুষকে শহীদ করে, যাদের বেশিরভাগই স্কুলছাত্রী ছিলো। সম্পাদনা : মোহাম্মদ রকিব