নিজস্ব প্রতিবেদক: [২] জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে ব্যাটে-বলে নিজেকে ভালই প্রমান দিচ্ছেন এই অফস্পিনার অলরাউন্ডার।
[৩] জাতীয় ক্রিকেট লিগে মিরাজ খুলনার হয়ে ব্যাট হাতে টানা তিন ইনিংসে করেছেন ফিফটি। রংপুরের বিপক্ষে এই ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট তিনি করেছিলেন অপরাজিত ৭২ রান। আর দ্বিতীয় ইনিংসের আট নম্বরে নেমে মিরাজ করেন ৮৮ বলে ৭ চারে ৫৪ রান।
[৪] আর তাতে রংপুর বিভাগকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে খুলনা বিভাগ। চতুর্থ ও শেষ দিনে তাদের দরকার এখনও ১৯৫ রান, খুলনার চাই ৯ উইকেট। প্রথম ইনিংসে ৩৫ রানে এগিয়ে থাকা খুলনার দ্বিতীয় ইনিংস থামে এ দিন ২১২ রানে। আট নম্বরে নেমে মিরাজ করেন ৮৮ বলে ৭ চারে ৫৪ রান।