রাশিদুল ইসলাম : [২] গত ১৩ থেকে ২৭ আগস্ট পরিচালিত ডেলোইটি সেন্টার অব হেলথ সলিউশনের এক জরিপ বলছে সময়মত চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পেলে এখনো ৩৪ শতাংশ মার্কিন নাগরিক কোভিড টিকা নেবে। জরিপে টিকা দেয়নি এমন ১২শ মার্কিন নাগরিকদের মধ্যে ১৭ শতাংশ বলেন তারা টিকাই নেবে না। ফোর্বস
[৩] মোবাইল ভ্যাকসিন ক্লিনিক বাড়ির কাছে এলে ৪৬ শতাংশ বলেছেন টিকা নেবেন। আর বাড়িতে টিকাদানকারী এলে টিকা নেবেন তাদের ৪৫ শতাংশ। স্থানীয় কোনো দোকানে ভ্যাকসিন পাওয়া গেলে ৪৮ শতাংশ বলেছেন তারা তা সংগ্রহ করে নেবেন।
[৪] মূলত দ্বিধায় থাকার জন্যে তারা টিকা নেননি। এদের ২৮ শতাংশ বলছেন তারা স্বজনদের মাধ্যমে টিকা দিতে উৎসাহ বোধ করছেন এবং টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।