শিরোনাম
◈ ভারত থেকে ৮ ট্রাকে ১২৫ মেট্রিক টন বিস্ফোরক প্রবেশ করল দেশে ◈ চীনের অনুদানে যে কারণে নীলফামারীতে হবে ১০ তলা হাসপাতাল, আরও যা যা থাকছে ◈ কোথায় রাখা হবে পোস্টাল ব্যালট, গণনা কোন পদ্ধতিতে ◈ আই‌সি‌সি এমন কে‌নো, কী কার‌ণে বাংলাদেশ ভারতের বাইরে খেলতে পারবে না— প্রশ্ন অ‌স্ট্রেলিয়ান গিলেস্পির  ◈ বিশ্বকাপ বয়কট আলোচনার মধ্যে দল ঘোষণা করলো পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ কোনো দল বা গোষ্ঠী কাউকে সিট দেওয়ার মালিক নয় : মির্জা আব্বাস  ◈ বড় দলগুলোর হেভিওয়েট নেতাদের ভূমিধস পতন হবে: সারজিস আলম ◈ নির্বাচন জামায়াত–এনসিপির অধীনে হচ্ছে, তাদের মিলেই সরকার গঠিত: জিএম কাদের ◈ শুল্ক কমানো হলেও কেন কমছে না দাম—ব্যাখ্যা দিলেন এনবিআর চেয়ারম্যান ◈ হাসিনার উসকানিমূলক বক্তব্য দেশের গণতন্ত্র ও নিরাপত্তার জন্য হুমকি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১২:৩৮ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুই রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুইজন রোহিঙ্গাকে আটক করেছেন র‍্যাব।

[৩] মঙ্গলবার বিকেলে পৌরসভার ঐ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন,হ্নীলা ইউপি জাদিমুড়া ২৭ ক্যাম্পের বল্ক-সি/২ বাসিন্দা মৃত নুর হোসেনের মেয়ে রোকেয়া (৩২) ও উখিয়া বালুখালী ০৮ক্যাম্পের বল্ক-বি/৫৬বাসিন্দা মোহাম্মদ হারুনের ছেলে কেফায়েত উল্লাহ (২৩)।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,টেকনাফ পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আল আরফাহ ইসলামি ব্যাংকের সামনে পাঁকা রাস্তা উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে১কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় ভয়ানক ক্রিস্টাল মেথ আইস সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রিয় করে আসছে।উদ্ধারকৃত আইসসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়