শিরোনাম
◈ চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব: বাংলাদেশসহ চার দেশে লেভেল–২ ভ্রমণ সতর্কতা জারি সিডিসির ◈ টেকনাফ সীমান্তে মিয়ানমারের মর্টারশেল–গুলিতে কেঁপে উঠল বসতঘর, আতঙ্কে সীমান্তবাসী ◈ ভোটের রাজনীতিতে পবিবেশ নিয়ে শঙ্কা ◈ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জয় কর‌লেন বাংলাদেশের চৈ‌তি রাণী দেব ◈ আসন্ন বিশ্বকাপ ফুটব‌লের ফাইনালের প্রিমিয়াম টিকেট বিক্রি হচ্ছে ৯ হাজার ডলারে  ◈ স্টেডিয়াম পুড়িয়ে ক্লাবের বাজে পারফরম্যান্সরে ক্ষোভ মেটালো সমর্থক ◈ কেরানীগঞ্জের বাবুবাজারে বহুতল ভবনে আগুন: ৪২ জনকে জীবিত উদ্ধার, নিয়ন্ত্রণে সেনা-বিজিবিসহ ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট ◈ নোয়াখালীর বাস টার্মিনালে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন ◈ ভোরে কেরানীগঞ্জে ১২ তলা ভবনে ভয়াবহ আগুন ◈ হাদির ওপর হামলার পর বিএনপি, জামায়াত ও এনসিপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২১, ১২:৩৮ রাত
আপডেট : ১০ নভেম্বর, ২০২১, ১২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে এক কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুই রোহিঙ্গা আটক

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে ১ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুইজন রোহিঙ্গাকে আটক করেছেন র‍্যাব।

[৩] মঙ্গলবার বিকেলে পৌরসভার ঐ এলাকা থেকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন,হ্নীলা ইউপি জাদিমুড়া ২৭ ক্যাম্পের বল্ক-সি/২ বাসিন্দা মৃত নুর হোসেনের মেয়ে রোকেয়া (৩২) ও উখিয়া বালুখালী ০৮ক্যাম্পের বল্ক-বি/৫৬বাসিন্দা মোহাম্মদ হারুনের ছেলে কেফায়েত উল্লাহ (২৩)।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব ১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক (মিডিয়া) অতিঃপুলিশ সুপার আবু সালাম চৌধুরী।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,টেকনাফ পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আল আরফাহ ইসলামি ব্যাংকের সামনে পাঁকা রাস্তা উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতদের সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে১কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

[৫] তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় ভয়ানক ক্রিস্টাল মেথ আইস সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রিয় করে আসছে।উদ্ধারকৃত আইসসহ আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়