রাহুল রাজ: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের শুরুতেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল ২৪ অক্টোবর। ইভেন্টটির অফিসিয়াল বড্রকাস্টার জানাল, এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ এটি।
[৩] ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-নিউ জিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয় আন্তর্জাতিক টি-টোয়েন্টির যাত্রা। ভারত-নামিবিয়ার শেষ ম্যাচটি ছিল ১৪১০তম। এই দীর্ঘ তালিকায় সবচেয়ে বেশি দর্শক পেয়েছে ভারত-পাকিস্তানের এই বিশ্বকাপ ম্যাচটি। রেকর্ড ১৬ কোটি ৭০ লাখ মানুষ টিভির পর্দায় ম্যাচটি দেখেছে।
[৪] স্টার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায় প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের প্রথম ১২ ম্যাচ মিলিয়ে ম্যাচ দেখেছে এখন পর্যন্ত ২৩ কোটি ৮০ লাখ দর্শক।
[৫] সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি দেখার আগের রেকর্ডটি ছিল ২০১৬ সালে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালের দখলে। ওই ম্যাচে দর্শকসংখ্যা ছিল ১৩ কোটি ৬০ লাখ। সম্পাদনা: এল আর বাদল।