শিরোনাম
◈ বেনাপোল বন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক ◈ ভারত- ইংল‌্যান্ড টেস্ট সি‌রি‌জে বাংলা‌দে‌শের  সৈকতের আম্পায়ারিং বিতর্ক ◈ প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, অ্যাসিড নিক্ষেপে শিশুসহ দগ্ধ ৩ ◈ বাংলাসহ বিশ্বের ৩৫ ভাষায় শোনা যাবে মক্কার জুমার খুতবা ◈ শাজাহানপুরে চাঁদাবাজির অভিযোগে পুলিশ কনষ্টেবলকে গণধোলাই  ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবন হুমকির মুখে: শিল্প, বিষ, পর্যটন ও জলবায়ুর প্রভাবে বিপন্ন জীববৈচিত্র্য ◈ উচ্ছেদের ৪৫ দিনের মাথায় ফের গজিয়ে উঠছে অবৈধ স্থাপনা: বাগেরহাটে সড়কপথে আবারও বিশৃঙ্খলা ◈ যুক্তরাষ্ট্রে ফ্লাইটে ধস্তাধস্তির ভিডিও ভাইরাল, ভারতীয় বংশোদ্ভূত যুবক গ্রেপ্তার ◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২১, ০১:৪৮ রাত
আপডেট : ০৯ নভেম্বর, ২০২১, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিএনজি চালিত গণপরিবহন শনাক্তে বিশেষ রং ব্যবহার করবে সিএমপি

নিউজ ডেস্ক: উপ-কমিশনার (ট্রাফিক উত্তর) আলী হোসেন বলেন, ‘আমরা সিএনজি গ্যাসে চালিত গণপরিবহন শনাক্তে বিশেষ রং ব্যবহারের চিন্তা করছি। গাড়ির বডিতে ওই রংয়ের একটি দাগ টেনে দেওয়া হবে, যা দেখে যাত্রীরা গ্যাস ও ডিজেলচালিত গাড়ি চিনতে পারবেন।’

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত গাড়ির ভাড়া পুনঃনির্ধারণ করা হলেও, চট্টগ্রাম মহানগরে সিএনজিচালিত গণপরিবহনও একই ভাড়া আদায় করছে। এই বিশৃঙ্খলা ঠেকাতে সিএনজিচালিত গণপরিবহন শনাক্তে বিশেষ রংয়ের শনাক্তকরণ চিহ্ন ব্যবহারের সিদ্ধান্ত নিতে যাচ্ছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

আজ সোমবার রাত সাড়ে ৮ টায় বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।

তিনি বলেন, 'গ্যাসচালিত গাড়ি শনাক্ত করতে আমরা মালিক সমিতিকে নির্দেশনা দেব।'

সিএমপি উপ-কমিশনার (ট্রাফিক উত্তর) আলী হোসেন টিবিএসকে বলেন, 'আমরা সিএনজি গ্যাসে চালিত গণপরিবহন শনাক্তে বিশেষ রং ব্যবহারের চিন্তা করছি। গাড়ির বডিতে ওই রংয়ের একটি দাগ টেনে দেওয়া হবে, যা দেখে যাত্রীরা গ্যাস ও ডিজেলচালিত গাড়ি চিনতে পারবেন।'

এদিকে বন্দরনগরীতে বর্ধিত ভাড়া তদারকি করতে মঙ্গলবার থেকে দু'জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট বসবে বলে টিবিএসকে জানিয়েছেন চট্টগ্রাম বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা।

তিনি বলেন, 'সরকার নির্ধারিত ভাড়ার এক টাকাও বেশি ভাড়া নিতে পারবে না গাড়ি চালকরা। আমাদের সঙ্গে বিআরটিএর পরিদর্শক থাকেন। তিনি এটি পর্যবেক্ষন করে সিদ্ধান্ত দেবেন।'

বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে পরিবহন মালিকদের দাবির মুখে রোববার গণপরিবহনে নতুন করে ভাড়া সমন্বয় করে সরকার।

নতুন সমন্বিত ভাড়া অনুযায়ী, দূরপাল্লার বর্তমান বাসভাড়া প্রতিকিলোমিটারে ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ, কিলোমিটারপ্রতি যাত্রীকে বাড়তি ৩৮ পয়সা গুনতে হবে।

এছাড়া বড় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা, মিনিবাসে ৮ টাকা নির্ধারণ করা হয়েছে। - দ্য বিজনেস স্টান্ডার্ড

  • সর্বশেষ
  • জনপ্রিয়