শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২১, ০৮:১৫ রাত
আপডেট : ০৮ নভেম্বর, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংবাদ মাধ্যমে কর্মরতদের জন্য অবসর ভাতা চালুর দাবি

রিয়াজুর রহমান রিয়াজ: [২] রোববার (৭ নভেম্বর) রাতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত বিএফইউজের নব নির্বাচিত নেতৃবৃন্দদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক নেতারা এ দাবি তুলেন।

[৩] বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল জার্নালিস্ট ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা জানাতে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[৪] সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পার্শ্ববর্তী অনেক দেশেই সাংবাদিকরা অবসরকালীন ভাতা পান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমকর্মীদের শেষ মাসের বেতন নিয়েই চাকরি ছাড়তে হয়। দেশের গণমাধ্যমকে শক্তিশালী করতে হলে সাংবাদিকদের এ মৌলিক দাবিগুলো পূরণ করতে হবে।

[৫] সিইউজে সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী।

[৬] সামশুল হক চৌধুরী বলেন, গণমাধ্যমকর্মীরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। রাষ্ট্রের এ গুরুত্বপূর্ণ অঙ্গকে শক্তিশালী না করে দেশকে এগিয়ে নেওয়া কঠিন। সংবাদকর্মীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি তাদের সুরক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

[৭] তিনি বলেন, গণমাধ্যমগুলো সংবাদ পরিবেশন করবে মানুষ ও রাষ্ট্রের স্বার্থে। কিন্তু কোন ব্যক্তিগত স্বার্থে যাতে গণমাধ্যম ব্যবহার হতে না পারে সে বিষয়ে সাংবাদিকদের সজাগ থাকতে হবে।

[৮] বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেন, সাংবাদিকতাকে প্রাতিষ্ঠানিক রূপ না দিয়ে অপসাংবাদিকতা রোধ করা যাবে না। সাংবাদিকদের প্রাপ্য সকল সুযোগ-সুবিধা দিতে হলে কেউ ভুঁইফোড় সংবাদ মাধ্যম খুলে পার পাবে না। কিন্তু দু:খজনক হলো এখনো দেশে উৎসবের দিনও সাংবাদিকদের চেহারা থাকে মলিন। আশপাশের দেশে সাংবাদিকদের জন্য অবসরভাতা চালু করা হলেও আমরা তা করতে পারিনি। এসময় সাংবাদিকদের জন্য গণমাধ্যম কর্মী আইন দ্রুত বাস্থবায়নের উদ্যোগ নেয়ার আহ্বান জানান বিএফইউজে সভাপতি।

[৯] অনুষ্ঠানে সিউজে সভাপতি মোহাম্মদ আলী বলেন, সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড ঘোষণার করা হলেও নানা জটিলতায় তা আটকে গেছে। এসব জটিলতা নিরসনে বিএফইউজে নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।

[১০] বিএফইউজে সহসভাপতি শহীদ উল আলম বলেন, সাংবাদিক সংগঠনগুলোকে কিছু কুচক্রি মহল নিজেদের ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে চেয়েছিল। সাংবাদিকরা তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছে। যারা আঁতাত করে সাংবাদিকদের বিপথে নিতে চেয়েছিল সেইসব ছদ্মবেশী, ধান্দাবাজদের কাছ থেকে সংগঠনকে বাঁচাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়