স্পোর্টস ডেস্ক : [২] চলতি বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন মোহম্মদ রিজওয়ান। বিশ্বকাপের আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান করার রেকর্ড নিজের দখলে নিয়েছিলেন তিনি। এবার ঘরোয়া ও আন্তর্জাতিক তথা সবধরনের টি-টোয়েন্টি ক্রিকেট মিলিয়ে এক ক্যালেন্ডার বর্ষে সবথেকে বেশি রান করার বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
[৩] গেইলকে টপকাতে মাত্র ৫ রান দরকার ছিল তাঁর। স্কটল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান করে আউট হন রিজওয়ান। ফলে চলতি ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর সার্বিক সংগ্রহ দাঁড়ায় ১৬৭৬ রান।
[৪] এতদিন এক বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রান করার রেকর্ড ছিল গেইলের দখলে। তিনি ২০১৫ সালে ১৬৬৫ রান সংগ্রহ করেছিলেন। - ক্রিকবাজ