নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের ভৈরবে কামরুজ্জামান রূপক (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের কমলপুরের নিজ ঘর থেকে রূপকের লাশ উদ্ধার করে। সে কমলপুর এলাকার মানিক মিয়ার ছেলে বলে জানা যায়। কালের কণ্ঠ
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রূপক হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা। মায়ের সঙ্গে রাগ করে এমনটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘরে কেউ না থাকার সুযোগে সন্ধ্যায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব থানার পরিদর্শক (অপারেশন) তারিকুল আলম জুয়েল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কি কারণে সে আত্মহত্যা করেছে পরিবারও কিছু বলতে পারছে না। বিষয়টি খতিয়ে দেখছি এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে।