রাশিদুল ইসলাম : [২] ভারতের বিজেপিশাসিত আসামে ফের উচ্ছেদ অভিযান শুরু হতে যাচ্ছে আজ। আগামীকাল মঙ্গলবারও তা অব্যাহত থাকবে। হোজাই জেলার লামডিং রিজার্ভ বনাঞ্চলে সোমবার সকাল থেকে ওই উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশ ও বন বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই উচ্ছেদ অভিযানে ১ হাজার ৪১০ হেক্টর ভূমি উদ্ধার করা হবে। পারসটুডে
[৩] গত সেপ্টেম্বরে আসামের সিপাঝাড়ে উচ্ছেদ অভিযানে ১৪শ বাড়ি ভেঙে দেয় প্রশাসন। ধলপুর-১, ২ ও ৩ নম্বর এলাকায় ৭ হাজার মানুষ গৃহহীন হয়।
[৪] আসামের সাবেক বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজারভুঁইয়া বলেন, এসব এলাকা সরকারি বনাঞ্চল। ওই মানুষগুলো ৫৫ বছর ধরে বসবাস করছেন, কৃষি কাজ করছেন।