শিরোনাম
◈ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সারজিস আলমকে শোকজ ◈ আচরণবিধি লঙ্ঘন, সারজিস আলম ও নওশাদকে শোকজ ◈ ‘বাংলাদেশের প্রতি অবিচার করেছে আইসিসি’ ◈ বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি ◈ বিশ্বকাপ বাছাইয়ে এবার আয়ারল‌্যান্ড‌কে হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ গণভোটে "হ্যাঁ"র পক্ষে প্রচার চালাতে সরকারী কর্মকর্তাদের সামনে কোনও আইনগত বাধা নেই: অধ্যাপক আলী রীয়াজ ◈ ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়, প্রশ্ন রিজভীর ◈ বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি ◈ সরকারি সুবিধা একীভূত করতেই ফ্যামিলি ও ফার্মার কার্ড: তারেক রহমান (ভিডিও) ◈ উপসাগরের পথে মার্কিন রণতরী, ইরানে হামলার শঙ্কায় বিশ্বজুড়ে ফ্লাইট বাতিল

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২১, ০৭:৪৭ বিকাল
আপডেট : ০৬ নভেম্বর, ২০২১, ১০:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাসেন-মার্করামের তাণ্ডবে দ. আফ্রিকার সংগ্রহ ১৮৯

রাহুল রাজ: [২] মীকরণটা সহজ। সেমিফাইনালে যেতে হলে ইংলিশদের হারাতে হবে ৬০ রানের ব্যবধানে। নাহলে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া চলে যাবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে। এমন সমীকরণকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকা বড় এক লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে ইংলিশদের সামনে। শুরুতে ব্যাট করে রাসি ফন ডার ডাসেন আর এইডেন মার্করামের তাণ্ডবে দলটি তুলেছে ১৮৯ রান।

[৩] শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ টসে জিতেছিল ইংলিশরাই। দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক অইন মরগ্যান। শুরুটা ভালো হয়নি প্রোটিয়াদের। ওপেনার রিজা হেনড্রিকসকে ১৫ রানেই হারিয়ে ফেলেছিল দলটি।

[৪] ঘুরে দাঁড়ানোর শুরু এরপরই। ওপেনার কুইন্টন ডি ককের সঙ্গে তিনে নামা ফন ডার ডাসেন গড়ে তোলেন ৭১ রানের জুটি। ৮৬ রানে ডি কক ফেরেন বটে, তবে বড় স্কোরের ভিতটা ততক্ষণে গড়া হয়ে গেছে প্রোটিয়াদের।

[৫] ডি ককের ফেরার পর মাঠে আসেন এইডেন মার্করাম। খেলেন ২৫ বলে ৫২ রানের বিধ্বংসী এক ইনিংস। ওপাশে ডাসেনও ব্যাট চালিয়েছেন দারুণভাবেই। দুজনের জুটি তিন অঙ্কে পৌঁছে যায় মাত্র ৫১ বলেই। যাতে ভর করে দক্ষিণ আফ্রিকা শেষ দশ ওভারে পায় ১১৬ রান, ইনিংস শেষ করে দুই উইকেট হারিয়ে ১৮৯ রান নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়