নিজস্ব প্রতিবেদক: [২] বিশ্বকাপে টানা ব্যর্থতার পর সমালোচনার মুখে পড়েছে দেশের ক্রিকেট। সমর্থক, বিশ্লেষক, সাবেক ক্রিকেটার সবাই কাঠগড়ায় তুলছেন ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডকে। এবার এই তালিকায় যোগ দিলেন বিসিবির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী।
[৩] সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডকে ধুয়ে দিয়েছেন তিনি। এবারের বিশ্বকাপের সুপার টুয়েলভে একটি ম্যাচও জিততে পারেনি মাহমুদউল্লাহ রিয়াদের দল। পাপনের অধীনে খেলা বিশ্বকাপে পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে বলে মনে করেন সাবের।
[৪] তিনি লিখেছেন, বাংলাদেশে পাপন সাহেবের অধীনে চারটি বিশ্বকাপে অংশ নিয়েছে। পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। সবচেয়ে বেশি সময় ধরে থাকা সভাপতি সবচেয়ে অযোগ্য। আমাদের জন্য লজ্জার যে একটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আছে। -টুইটার থেকে। সম্পাদনা: রাহুল রাজ।