শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের পতনের লক্ষণ দেখতে পাচ্ছি: আমির খসরু

শিমুল মাহমুদ: [২] দেশ যখন আন্দোলনের দিকে যায়, আন্দোলন যখন সফলতা পায়। আর সরকার পতনের সময় তখন ঘনিয়ে আসে। এখন সেই লক্ষণই দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত ভালো লক্ষণ, অত্যন্ত শুভ লক্ষণ।

[৩] শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ আয়োজিত মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

[৪] তিনি বলেন, আজকে আসার পথে দেখলাম, রাস্তায় বাস নেই। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কষ্টের কথা আপনি চিন্তা করতে পেরেছেন?

[৫] ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই টাকা তার নিজের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের দেবে এবং সেখান থেকে তারা লুটপাট করে। পরে সব টাকা যাবে বিদেশে।

[৬] আমীর খসরু বলেন, আওয়ামী লীগের নেতারা ৫, ১০,২০ লাখ টাকার কেউ চুরি করছে না। চুরি করছে শত শত কোটি টাকা। হাজার থেকে লাখ কোটি টাকা তারা চুরি করছে। আর এত টাকা চুরি করে বাংলাদেশে রাখা সম্ভব নয়, তাই তারা বিদেশে পাচার করছে।

[৭] বাংলাদেশের জনগণের কোনো সরকার নেই। সরকারের কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহি নেই। তারা বারবার জনগণের ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। চুরি করতে করতে তারা এখন পাকা চুরে পরিণত হয়েছে।

[৮] বিএনপির এ নেতা বলেন, এই ভোট চোর স্বৈরাচারী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আলোচনাতেও যাবে না। শুধুমাত্র নিরপেক্ষ সরকারের আলোচনা হতে পারে। নিরপেক্ষ সরকার কেমন হবে সেখানে আওয়ামী লীগ নয়, যারা গণতন্ত্রে বিশ্বাসী নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী তাদের সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের রূপরেখা তৈরি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়