শিরোনাম
◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই ◈ আজ বিকাল ৫টা থেকে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসীরা ◈ এবা‌রো কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা ◈ পাঁচ দিনে ঢুকেছে অন্তত ৫০০ গরু, বাংলাদেশে আসার অপেক্ষায় মিয়ানমার সীমান্তে হাজার হাজার বার্মিজ গরু ◈ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনে লটারি, যেভাবে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২১, ০৩:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারের পতনের লক্ষণ দেখতে পাচ্ছি: আমির খসরু

শিমুল মাহমুদ: [২] দেশ যখন আন্দোলনের দিকে যায়, আন্দোলন যখন সফলতা পায়। আর সরকার পতনের সময় তখন ঘনিয়ে আসে। এখন সেই লক্ষণই দেখতে পাচ্ছি। এটা অত্যন্ত ভালো লক্ষণ, অত্যন্ত শুভ লক্ষণ।

[৩] শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘জাতীয়তাবাদী টেক্সটাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ আয়োজিত মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন।

[৪] তিনি বলেন, আজকে আসার পথে দেখলাম, রাস্তায় বাস নেই। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কষ্টের কথা আপনি চিন্তা করতে পেরেছেন?

[৫] ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই টাকা তার নিজের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের দেবে এবং সেখান থেকে তারা লুটপাট করে। পরে সব টাকা যাবে বিদেশে।

[৬] আমীর খসরু বলেন, আওয়ামী লীগের নেতারা ৫, ১০,২০ লাখ টাকার কেউ চুরি করছে না। চুরি করছে শত শত কোটি টাকা। হাজার থেকে লাখ কোটি টাকা তারা চুরি করছে। আর এত টাকা চুরি করে বাংলাদেশে রাখা সম্ভব নয়, তাই তারা বিদেশে পাচার করছে।

[৭] বাংলাদেশের জনগণের কোনো সরকার নেই। সরকারের কোনো দায়বদ্ধতা নেই, জবাবদিহি নেই। তারা বারবার জনগণের ভোট চুরি করে ক্ষমতা দখল করেছে। চুরি করতে করতে তারা এখন পাকা চুরে পরিণত হয়েছে।

[৮] বিএনপির এ নেতা বলেন, এই ভোট চোর স্বৈরাচারী সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। আলোচনাতেও যাবে না। শুধুমাত্র নিরপেক্ষ সরকারের আলোচনা হতে পারে। নিরপেক্ষ সরকার কেমন হবে সেখানে আওয়ামী লীগ নয়, যারা গণতন্ত্রে বিশ্বাসী নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাসী তাদের সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের রূপরেখা তৈরি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়