শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২১, ০৫:৪০ বিকাল
আপডেট : ০৪ নভেম্বর, ২০২১, ০৫:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় বাস চাপায় শিশুর মৃত্যু

শাহাজাদা এমরান: [২] বাড়ীর অদূরে মায়ের সাথে নানার বাড়ীতে গিয়েছিলো ৪ বছরের ছোট্ট শিশু মিনহা। মায়ের হাত ধরে রাস্তার পাশ দিয়ে পায়ে হেটে বাড়ী ফিরছিলো সে। হঠাৎ করেই দ্রুত গতির একটি বাস চাপা দেয় শিশু মিনহাকে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে তাঁকে ।

[৩] কুমিল্লা-সিলেট মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর এলাকায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য সুলতান আহাম্মদ জানান, রামপুর গ্রামের সিএনজি চালক মনির হোসেনের ৪ বছরের মেয়ে জান্নাতুল মাওয়া মিনহা আক্তার তাঁর মা শামসুন্নাহারের সাথে বাড়ীর অদূরে বাবার বাড়ীতে যায়। বাড়ী পাশে বাবার বাড়ী হওয়ায় পায়ে হেটে মেয়েকে নিয়ে বাড়ী দিকে রওনা হয় শামসুন্নাহার।

[৪] মহাসড়কের পাশ দিয়ে হেটে আসার সময় জনতা পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ময়নামতি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করেন।

[৫] এ বিষয়ে ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই চালক গাড়ী নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়