মাজহারুল ইসলাম: [২] ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বুধবার ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কিউনের সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আগ্রহ ব্যক্ত করেন। ঢাকা টাইমস২৪
[৩] রাষ্ট্রদূত কিউন বলেন, দক্ষিণ কোরিয়া আইওটি-বেজড ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন করেছে। দক্ষিণ সিটি করপোরেশনের আধুনিক প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমে দক্ষিণ কোরিয়া সহযোগিতার হাত প্রসারিত করতে আগ্রহী। ঢাকা পোস্ট
[৪] মেয়র তাপস কোরীয় রাষ্ট্রদূতকে বলেন, প্রযুক্তি ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার অবস্থান অত্যন্ত শক্তিশালী ও সুসংহত। আমরা পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ট্রাফিক ব্যবস্থাপনার কার্যক্রমকে যুগোপযোগী করে ঢেলে সাজাতে সহযোগিতার প্রস্তাবনাকে সাধুবাদ জানাই। বাংলা ট্রিবিউন
[৫] এছাড়া বাংলাদেশ-কোরিয়া সংস্কৃতি বিনিময়ে ডিএসসিসি মেয়র ও কোরীয় রাষ্ট্রদূত একই সঙ্গে পথ চলতে এবং দুদেশের সংস্কৃতিকে সমৃদ্ধির উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।