শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ১১:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউপি নির্বাচন নিয়ে গৃহবিবাদ তুঙ্গে, আওয়ামী লীগের ১৪ নেতা বহিষ্কার

মাহফুজুর রহমান: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় আওয়ামী লীগের তৃণমুলে বিভেদ আর অনৈক্যের গৃহ বিবাদ এখন তুঙ্গে। ইউনিয়ন পরিষদের নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই ঘরের আগুনে পুড়ছে মহেশপুর আওয়ামী লীগ। ইউনিয়ন ও গ্রামে গ্রামে এখন অভ্যন্তরীন কোন্দলে বেসামাল দলটির নেতাকর্মীরা। পছন্দের প্রার্থী নৌকার টিকেট না পাওয়ায় মহেশপুরের ১২টি ইউনিয়নে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

অবশ্য কোন কোন ইউনিয়নে বিবাদ মিটে গেছে বলে জানানো হলেও বেশির ভাগ ইউনিয়নে দলাদলি প্রকাশ্য রুপ নিয়েছে। ইতিমধ্যে সেচ্ছাসেবকলীগের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে একই দলের বিদ্রোহী প্রার্থীর লোকজন। এমন পরিস্থিতি নৌকা প্রতিকের প্রার্থীদের মনোবল চাঙ্গা ও বিভেদ দুর করতে কঠোর অবস্থান নিয়েছে মহেশপুর উপজেলা আওয়ামী লীগ। এর ধারাবাহিকতায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া ও বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করায় মহেশপুর উপজেলায় ১৪ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও মীর সুলতানুজ্জামান লিটন এ তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ এর ১১ ধারা অনুযায়ী দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় ১৪ জনকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃতরা হলেন, ১ নং এসবিকে ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আরিফান হাসান চৌধুরী, ফতেপুর ইউনিয়নের প্রার্থী গোলাম হায়দার নান্টু ও শরিফুল ইসলাম ভোলন, পান্তাপাড়া ইউনিয়নের মাজহারুল ইসলাম, স্বরুপপুরের অ্যাডঃ হুমায়ন কবির, শ্যামকুড় ইউনিয়নের জামিরুল ইসলাম, কাজিরবেড় ইউনিয়নের ইয়ার নবি, নেপা ইউনিয়নের নাজমুল আলম মনু, বাঁশবাড়িয়া ইউনিয়নের আব্দুল মালেক মন্ডল, ইমদাদুল হক ও নাজমুল হুদা জিন্টু, নাটিমা ইউনিয়নের আঃ লতিফ ও আজাদুর রহমান, আজমপুর ইউনিয়নের আজিজুর রহমান মন্টু ও শরিফুল ইসলাম এবং মান্দারবাড়িয়া ইউনিয়নের শফিদুল ইসলাম।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান, আওয়ামী লীগ বার বার বিদ্রোহীদের ভোট করতে নিষেধ করেছে। আমরাও এই উপজেলার প্রত্যেক ইউনিয়নের বিদ্রোহী প্রার্থীদের বসে যেতে অনুরোধ করেছি। কিন্তু অনেকেই আমাদের অনুরোধে সাড়া দেননি। যার কারণে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দল থেকে বহিষ্কার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়