শিরোনাম
◈ আরাকান আর্মির শহর দখল, বাড়িঘর জ্বালিয়ে ফের রোহিঙ্গাদের বিতাড়ন ◈ জাবালিয়া শরণার্থী শিবির গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল, ২৪ ঘন্টায় নিহত ৮৩ ◈ সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা ◈ স্কুলের টয়লেটে আটকা শিশু, ৬ ঘণ্টা পর বের হতে সক্ষম  ◈ পাসপোর্ট অফিসে ভোগান্তি কিছুটা কমেছে, জনবল বাড়ানোর তাগিদ  ◈ কিরগিজস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণে, বাংলাদেশি শিক্ষার্থীদের ঘরে থাকার পরামর্শ দূতাবাসের ◈ কিরগিজস্তানে বিদেশি শিক্ষার্থীদের ওপর হামলা: সাহায্য চাইলেন বাংলাদেশিরা  ◈ সংসদ ভবন এলাকায় দুই প‌ক্ষে‌র সংঘর্ষে শিক্ষার্থী নিহত ◈ আবারও বাড়লো সোনার দাম, ভরি ১১৮৪৬০ টাকা ◈ দেশের উন্নয়ন দেখে বিএনপি’র মাথা খারাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২১, ০১:৩৩ দুপুর
আপডেট : ০৩ নভেম্বর, ২০২১, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পদ্মার ২৫ কেজির বাঘাইড় বিক্রি হলে ৩২ হাজার ৫০০ টাকায়

সোহেল মিয়া: [২] পদ্মার ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় বিক্রি হয়েছে ৩২ হাজার টাকা। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে বাঘাইড় মাছটি ধরা পড়ে। পরে মাছটি ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

[৩] বুধবার (৩ নভেম্বর) সকাল ৮টার দিকে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট চর-কর্নেশনা এলাকার পদ্মা নদীর মোহনা থেকে জেলে জয় হালদারের জালে মাছটি ধরা পড়ে।

[৪] জেলে জয় হালদার বলেন, বুধবার খুব ভোরে কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যাই। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে সকাল ৭ টার দিকে আবার জাল ফেললে ৮ টার দিকে জাল তুলতেই দেখি বিশাল আকৃতির একটা বাঘাইড় মাছ জালে আটকা পড়েছে।

[৫] তিনি আরো বলেন, মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসলে সেখান থেকে শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ সর্বোচ্চ প্রতি কেজি ১ হাজার ২০০ টাকা দাম করলে তাকে মোট ৩০ হাজার টাকা মাছটি দিয়ে দেই।

[৬] শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার বাঘাইড় মাছের অনেক চাহিদা রয়েছে। তাই আমি মাছটি কিনে মোবাইল ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৫০০ টাকাই বিক্রি করে দিয়েছি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়