সাকিবুল আলম: [২] এ তালিকা প্রকাশ প্রসঙ্গে সম্পাদক রানা ওয়েহবে ওয়াটসন বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নারী ব্যবসায়ীরা সকল ধরনের বাধা উপেক্ষা করে তাদের কর্মকাণ্ডকে আরো সম্প্রসারিত করছে এবং বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ফোর্বস
[৩] তিনি আরও বলেন, বৈশ্বিক মহামারির সর্বগ্রাসী প্রভাবকে জয় করে এশিয়ার নারীরা তাদের ব্যবসাকে সম্প্রসারিত করে অনন্য নজির স্থাপন করেছে।
[৪] সর্বকনিষ্ঠ নারী হিসেবে এ তালিকায় স্থান পেয়েছেন মালয়শিয়ার নাদিয়া ওয়ান। ইন্দোনেশিয়ার ব্যবসায়ী মারিনা বুদিমান, জাপানের সবচেয়ে বড় ভিডিওগেইম প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোয়েইমো টেকমো’র প্রধান নির্বাহী কেইকো ইরিকাওয়া স্থান করে নিয়েছেন এতে। তালিকায় উল্লিখিত নারীদের নেতৃত্বাধীন স¤পদের মূল্য ৮.৫ বিলিয়ন ডলার।