শিরোনাম
◈ ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দোরগোড়ায় বাংলাদেশ নারী দল ◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৪:৫৭ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৪:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নয়নশীল দেশ গড়তে দরকার দক্ষ যুব সমাজ

এস,এম আকাশ: [২] "দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।

[৩] দিবসটি উপলক্ষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সোমবার সকাল ৯.৩০ টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কবি জসিমউদ্দিন হল প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক অতুল সরকার ।

[৪] ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক খাঁন মোঃ নঈম এর সভাপতিত্ব সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার, সদর উপজেলা চেয়ারম্যান ও কোতয়ালী আওয়ামীলীগ সভাপতি আঃ রাজ্জাক মোল্লা, কর্মসংস্থান ব্যাংক এর আঞ্চলিক ব্যবস্থাপক বিপ্লব মজুমদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম, সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী গোলাম মোস্তফা ।

[৫] অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক জি এম ফারুক।

[৬] যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নিয়ে সফল হয়েছেন এমন যুবদের মধ্য থেকে তাদের সফলতার গল্প তুলে ধরেন কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামের আলমগীর হোসেন এবং ২০১৩ সালে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত ও চীন সরকারের আমন্ত্রণে চীন সফরকারী আলীপুরের নারী উদ্যোক্তা তামান্না ইসলাম মীরা।

[৭] প্রধান অতিথি বলেন, ঢাকায় রাষ্ট্রপতি, যুব ও ক্রীড়া মন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ এই দিবসের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। কারণ তারা দিবসটির গুারুত্ব অনুভব করে। আমরা ২০৪১ সালের মধ্যে উন্নয়নশীল দেশে পরিণত হবো। সেজন্য দরকার দক্ষ যুব সমাজ।

[৮] তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন আমাদের দেশের অলসরা কাজ করবে। যারা উদ্দোক্তা ব্যবসায়ী তারা কাজ করবে এমনভাবে যেখানে আরো কর্মসংস্থান সৃষ্টি হবে। আমাদের প্রতিবেশী দেশ ভারত বা পাকিস্তানেও যুবদের জন্য এতো সুযোগ সুবিধা নেই।

[৯] ধান কাটার প্রসঙ্গে উদাহরণ দিয়ে বলেন, ধান কাটার মৌসুমে আমি যদি কারো বাড়িতে গিয়ে বলি ধান কাটার চাকরি আমাকে দেন, আমি কিন্তু জানি না ধান কাটার নিয়ম, এ কথা জানলে দিবে না যেমন, তেমনি সরকার আপনাকে কেন নিবে। দক্ষ লোক দরকার থাকায় সরকার নিয়োগ দেয়। বিদেশে পাম গাছে উঠে কস্ট করতে হয়। বুক ছিলে যায়, তখন সেই বোঝে অনেক কষ্ট করতে না পেরে ফেরত আসে।

[১০] যুব অধিদপ্তর, সমাজ সেবা, বিসিকসহ বিভিন্ন বেসরকারি এনজিও রয়েছে। তারা বিভিন্ন কর্মের জন্য ঋণ দেয়। কিছুদিন আগে মেয়েদেরকে ড্রাইভিং প্রশিক্ষন নিচ্ছে। আমি এ জেলাতে থাকাবস্থায় তারা প্রশিক্ষণ নিয়ে আসলে জেলাতেই তাদের সার্ভিস চালু করে দিব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মোল্লা।

[১১] আলোচনা সভা শেষে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ২২ জন যুব ও যুব মহিলার মাঝে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করা হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়