শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০২:৫১ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গুলশানে ট্রাকের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

সুজন কৈরী : [২] রাজধানীর গুলশানে আমেরিকান অ্যাম্বাসির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে রিকশায় ধাক্কা দিলে রিকশারোহী মায়ের কোল থেকে ছিটকে পড়ে ছিটকে পড়ে মাহজুর রহমান রিহান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুটির মাসহ পরিবারের আরও তিন জন। শিশুটিসহ মা-বাবা ও বোন রিকশায় করে বাসায় ফিরছিলেন।

[৩] রোববার রাত ১১টায় আমেরিকান দূতাবাসের সামনের সড়কে ইউ-টার্নের সময় এই দুর্ঘটনা হয়েছে। রাত দেড়টায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। আহতরা হলেন- মৃত শিশুর বোন রাহী (৭), বাবা আব্দুর রহিম (৩৫) ও মা মাফারা (২৫)।

[৪] মৃত শিশুর চাচা আব্দুর রহমান জুয়েল জানান, শাহজাদপুরের ভাড়া বাসা থেকে পরিবারটি নতুন বাজার কাঁচাবাজার করতে গিয়েছিল। সেখান থেকে ব্যাটারিচালিত রিকশায় বাসায় ফেরার পথে চিনিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে সবাই রাস্তায় ছিটকে পড়ে আহত হন। চারজনকে উদ্ধার করে রাতে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু রিহানকে মৃত ঘোষণা করেন।

[৪] শিশুর মামা নজরুল ইসলাম বলেন, রিহানের মা ও ও বোন চিকিৎসা নিয়ে বাসায় এসেছে, বাবা হাসপাতালে রয়েছেন। রিহানের মরদেহ গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে নেওয়া হচ্ছে।

[৫] গুলশান থানার এসআই মো. নজরুল ইসলাম বলেন, ট্রাক ও চালককে আটক করা হয়েছে। তবে রিকশাচালককে পাওয়া যায়নি। শিশুটির মরদেহ বিনা ময়নাতদন্তে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য একটি রিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। রিহানের বাবা আব্দুর রহিম একজন মুদি ব্যবসায়ী। তারা শাহজাদপুরে ভাড়া বাসায় থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়