শিরোনাম
◈ প্রাথমিকে ১০ হাজার ২১৯ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ৮ নভেম্বর ◈ মনোনয়ন বঞ্চিতদের মূল্যায়ন করার আশ্বাস বিএনপির ◈ গণসংযোগের সময় চট্টগ্রাম-৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ ◈ বিশ্বের প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধে যে ইতিহাস গড়ল মালদ্বীপ ◈ ব্যাটিং ব্যর্থতায় আফগা‌নিস্তা‌নের কা‌ছে ১০২ রা‌নে হে‌রে গে‌লো বাংলা‌দে‌শের যুবারা ◈ হন্ডুরাস‌কে ৭ গোলে হারা‌লো ব্রাজিল ◈ তিন দফা দাবিতে ৮ নভেম্বর আন্দোলনে নামছেন প্রাথমিক শিক্ষকরা ◈ দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না: একদিনে ১০ জনের মৃত্যু, ১০৬৯ জন ভর্তি ◈ নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা আরও ভালো হবে: সেনাসদর ◈ বাংলাদেশ ব্যাংক নতুন নির্দেশ দিলো অনলাইন জুয়ার বিষয়ে

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০২:৫৮ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০২:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম: হেলেন, ট্রয়, আয়ো এবং মিডিয়া কাহিনি

অধ্যাপক ডা. মো. তাজুল ইসলাম
ফিনিসিয়রা এসেছিলো ভারতীয় সাগরের উপক‚লীয় এলাকা থেকে। তারা মিসর ও আসিরিয়ার মালপত্র বোঝাই করে বিভিন্ন বন্দরে তেজারতি/সওদাগরি করতো। এসব স্থানের মধ্যে আর্গোসও ছিলো। এই আর্গোসে বর্তমান কালের আন্তর্জাতিক বাণিজ্য মেলার মতো একটি মেলা বসতো। মেলা চলতো ৫-৬ দিন। একবার মেলা শেষে একদল স্ত্রীলোক সমুদ্র তীরে নামে, তাদের মধ্যে রাজা ইনেকাসের কন্যা রাজকুমারী আয়োও ছিলো। গলুইয়ের কাছে দাঁড়িয়ে স্ত্রীলোকেরা ইচ্ছামতো কেনাকাটা করছে এমন সময় ফিনিসিয় নাবিকরা আয়োসহ কয়েকজন নারীকে ধরে ফেলে। জাহাজে করে তাদের মিসরে নেওয়া হয়। এর প্রতিশোধ নিতে গ্রীকরা ফিনিসিয় বন্দর টায়ার থেকে তাদের রাজার কন্যা ইউরোপাকে নিয়ে পালিয়ে যায়। এছাড়া গ্রীকরা সশস্ত্র জাহাজে করে ঈয়া বন্দরে উপস্থিত হয়। সওদাগরি করে ফেরার সময় রাজার কন্যা মিডিয়াকেও অপহরণ করে নিয়ে আসে।

রাজা এজন্য গ্রীকদের নিকট ক্ষতিপূরণ চায় ও রাজকুমারীকে ফেরত চান। কিন্তু গ্রীকরা বলে আর্গোস থেকে আয়োকে অপহরণের জন্য তারাও কোনো ক্ষতিপূরণ পায়নি। এর ৪০-৫০ বছর পর রাজা প্রায়ামের পুত্র প্যারিস এসব বৃত্তান্ত শুনে গ্রীক থেকে একজন স্ত্রী অপহরণ করে আনবে বলে স্থির করেন। এভাবে সে হেলেনকে অপহরণ করে। এ অপকর্মের জন্য গ্রীকরা এর জবাব চায় ও হেলেনকে ফেরত দিতে বলে। জবাবে তারা মিডিয়াকে অপহরণের কথা উল্লেখ করে বলে কৈফিয়ত দেওয়ার প্রশ্ন ওঠে না। তখন গ্রীকরা বিরাট ফৌজ তৈরি করে হামলা চালায় ও ট্রয়সহ প্রায়ামের (প্যারিসের বাবার) রাজত্ব ধ্বংস করে দেয়। এ থেকে পারস্য তথা এশীয়রা গ্রীকদের দুশমন হয়ে দাঁড়ায়। যার ফলে পারস্যের মহান স¤্রাট সাইরাস গ্রীক নেতা ক্রিসাসকে পরাজিত করে গ্রীক অধিকার করে নেয়। সে আরেক কাহিনি যা পরে বলবো। লেখক : মনোবিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়