শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংকের ‘নিখোঁজ’ কর্মকর্তাকে মাদারীপুর থেকে উদ্ধার ◈ তৈরি পোশাক রপ্তানিতে টানা পতন: তিন মাসে ক্ষতি শত কোটি ডলার ◈ দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক ◈ গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন ◈ তিতাস গ্যাস ফিল্ডে ওয়েলহেড কম্প্রেসর স্থাপন, জাতীয় গ্রিডে বাড়ল ২২ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ দিল্লিতে গাড়ি বিস্ফোরণে হতাহত, ভারতের পাশে থাকার বার্তা বাংলাদেশের ◈ প্রবাসীদের বড় সুখবর দিল ওমান সরকার ◈ জেদ্দায় স্বাক্ষরিত বাংলাদেশ–সৌদি হজ চুক্তি: ৭৮ হাজার ৫০০ জনের কোটা নির্ধারণ ◈ ৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ ◈ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেলেন ‘সি’ গ্রেড: গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়ন

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০২:২২ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাম পরিবর্তন করল ফেসবুক, বিড়ম্বনায় সাই-ফাই লেখক

অনলাইন ডেস্ক: সাইবার নিরাপত্তার হুমকি, ভুয়া তথ্য বিস্তারের মাধ্যম হয়ে ওঠা ফেসবুক হঠাৎ করেই নাম পরিবর্তন করে নতুন কোম্পানি গঠন করল। অনেকে বলছেন, এই নেতিবাচক ভাবমূর্তি থেকে মানুষের নজর সরাতেই জাকারবার্গ নতুন গিমিক এনেছেন। কোম্পানির নাম দিয়েছেন ‘মেটা’। নতুন অভিজ্ঞতার এক ভার্চ্যুয়াল রিয়্যালিটি গল্প শোনাচ্ছেন ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ। সম্প্রতি সেই নতুন প্রকল্পের একটি ভিডিও দিয়েছেন তিনি, এর নাম দিয়েছেন ‘মেটাভার্স’।

এ নিয়ে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তবে এর মধ্যে বিড়ম্বনায় পড়েছেন এই ‘মেটাভার্স’ শব্দটির আবিষ্কারক।

বৈজ্ঞানিক কল্পকাহিনির লেখক নিল স্টিফেনসন ১৯৯২ সালে প্রকাশিত তাঁর ‘স্নো ক্র্যাশ’ বইয়ে প্রথম এই শব্দটি ব্যবহার করেন। এ নিয়ে লোকজন সামাজিক মাধ্যমে এত আলোচনা শুরু করেছে যে গত শুক্রবার বাধ্য হয়ে তিনি একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতি দিয়ে বলেছেন, ফেসবুক কর্তৃপক্ষের এমন নাম বেছে নেওয়ার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই।

স্টিফেনসন টুইটারে লিখেছেন, এই বিষয়টা নিয়ে মানুষের মধ্যে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে: ফেসবুক এই মেটাভার্স নিয়ে কিছু একটা করতে চাচ্ছে, এখানে আসলেই আমার কিছু করার নেই। বরং একটা বিষয় পরিষ্কার যে, আমার ‘স্নো ক্র্যাশ’-এ ব্যবহার করা শব্দটা তারা নিয়েছে। ফেসবুক এবং আমার মধ্যে কোনো ধরনের যোগাযোগ নেই, ব্যবসায়িক সম্পর্ক তো দূরের কথা!

২০১৭ সালে ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে স্টিফেনসন বলেছিলেন, তিনি যখন মেটাভার্সের ধারণা সম্পর্কে লিখছিলেন তখন আসলে একটা অবাস্তব মিথ্যা গল্প সাজাচ্ছিলেন। তাঁর ভাবনাটা ছিল মূলত এমন একটি ডিজিটাল দুনিয়া যেখানে মানুষ ভার্চ্যুয়াল এবং অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে তাদের অবতারকে পরিচালিত করতে পারবে। সেখানে তারা ডিজিটাল এবং বাস্তব দুনিয়ার মাঝামাঝি এক জগতে থাকবে- দুই জগতের মধ্যকার পার্থক্য ধূসর থেকে ধূসরতর হয়ে যাবে।

মেটা নাম ধারণের মাধ্যমে ফেসবুকের অভ্যন্তরীণ পুনর্গঠনও শুরু হয়েছে। কোম্পানির অকুলাস ভিআর হেডসেট ব্র্যান্ড বিলুপ্ত করা হচ্ছে। এর নতুন নাম দেওয়া হচ্ছে মেটা কোয়েস্ট। গত বৃহস্পতিবার জাকারবার্গ তাঁর বাৎসরিক ফেসবুক কানেক্ট সম্মেলনে জানান, মেটাভার্স উদ্যোগকে এগিয়ে নিতে কোম্পানিতে আরও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হচ্ছে। - আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়