শিমুল মাহমুদ: [২] ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে দেখে এলেন বিদিশা সিদ্দিক। রোববার বেলা ১১টার দিকে ছেলে শাহতা জারাব এরিককে সঙ্গে নিয়ে সিএমএইচে যান তিনি।
[৩] রওশন এরশাদের সঙ্গে কি কথা হলো জানতে চাইলে বিদিশা বলেন, আমি উনার কাছে ক্ষমা চাইতে গিয়েছি। দোয়া করতে গিয়েছি। আমি বলেছি, আমার কোনো কারনে তিনি যদি কখনো কষ্ট পেয়ে থাকেন; তিনি যেনো আমাকে ক্ষমা করে দেন।
[৪] আমি বলেছি, উনার সন্তান আমার সন্তান। আমি তাকে সারা জীবন দেখে রাখবো। উনি যেনো এটা নিয়ে চিন্তা না করেন। তখন উনার চোখ থেকে টলটল করে পানি পরছিলো। আমার দিখে তাকিয়ে ছিলেন অনেক্ষন। এরিকে দেখে অনেক খুশি হয়েছেন।
[৫] বিদিশা বলেন, ম্যাডামের শারীরিক অবস্থা খুব দুর্বল। কথা জড়িয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণ তার পাশে ছিলাম। তিনি আমার ও এরিকের কথা শুনেছেন।
[৬] এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ বলেন, ওনাকে অক্সিজেন সাপোর্ট দেওয়ার পর সেচুরেশন ৯৬ তে আছে। চিকিৎসকরা জানিয়েছেন- এই মুহূর্তে তার শারীরিক যে অবস্থা তাতে বিদেশে নেওয়া সম্ভব নয়। শারীরিক অবস্থার আরেকটু উন্নতি হলে নেওয়া যেতে পারে।