ফেসবুক থেকে: এ কথা বারবার বলা হয়েছে। যারা বোঝার, তারা বোঝে। যারা বোঝে না, তারা আসলে বুঝতেই চায় না।
*’ধর্মনিরপেক্ষতা’ মানে ধর্মীয় স্বাধীনতা, ধর্মহীনতা নয়।
*ধর্মভীরুতা মানে ধর্মকে সঠিকভাবে ধারন করা, ধর্মান্ধতা বা সাম্প্রদায়িকতা নয়।
*ধর্ম যার যার, রাষ্ট্র সবার -এটাই মুক্তিযুদ্ধের চেতনা।