স্পোর্টস ডেস্ক: [২] মহাসমারোহে সংযুক্ত আরব আমিরাতে চলছে টি-২০ বিশ্বকাপ। গতকাল আফগানিস্তানের বিপক্ষে করিম জানাতের ১ ওভারে ৪ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়েছেন পাকিস্তানের হার্ড হিটার ব্যাটার আসিফ আলি। তার ক্রিকেট ক্যারিয়ার জুড়ে সবসময় সমর্থন দেওয়ার জন্য মিসবাহ উল হককে ধন্যবাদ জানিয়েছেন আসিফ।
[৩] ম্যাচের ১৯ তম ওভারে সেই ৪ ছক্কায় ১ ওভার হাতে রেখে জয় পায় পাকিস্তান। ১ম, ৩য়, ৫ম ও ৬ষ্ঠ বলে ছক্কা হয়েছিল। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে জিতিয়েছিলেন আসিফ।
[৪] ম্যাচ পরবর্তী কনফারেন্সে আসিফ বলেন, আমাকে নিয়ে কঠিন পরিশ্রম করেছিল মিসবাহ। তার কাছে আমি সারাজীবন কৃতজ্ঞ। ফয়সালাবাদে তার অধীনে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম। এসএনজিপিএল এবং ইসলামাবাদ ইউনাইটেডেও তিনি ছিলেন।- ক্রিকবাজ। সম্পাদনা: রাহুল রাজ।