শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের স‌ঙ্গে চাপের মুহুর্তে নাসুম ও মুস্তাফিজের বোলিং দেখে অবাক পা‌কিস্তা‌নের রমিজ রাজা  ◈ আফগানিস্তানকে হারা‌নোর ফ‌লে আইসিসি টি-‌টো‌য়ে‌ন্টি র‌্যাং‌কিং‌য়ে বাংলাদেশের উন্ন‌তি ◈ দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটি, আটকা ১৭৮ যাত্রী ◈ প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করতে নিউইয়র্ক পুলিশ প্রস্তুত ◈ আগামী সরকারের মন্ত্রীদের জন্য গাড়ি কেনার অতি আগ্রহের কারণ কী, প্রশ্ন টিআইবির ◈ ১৬ দিনে এলো ২০৪১০ কোটি টাকার প্রবাসী আয় ◈ কিছু মহল এখনো নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন পিআর এর মাধ্যমে হবে না, সেটা তো হবে সংবিধান সংশোধনের পরে: নজরুল ইসলাম  খান  ◈ এদেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকারের প্রতি আমরা শ্রদ্ধাশীল : বিবৃতিতে তারেক রহমান ◈ ভোট দিতে পারবেন না শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা 

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৮:১০ রাত
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৮:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লক্ষ্মীপুরে লায়ন্স ক্লাবের উদ্যোগে স্বাস্থ্য সেবা পেল এক হাজার সুবিধা বঞ্চিত মানুষ

জহিরুল ইসলাম: [২] লায়ন্স ক্লাব অফ ঢাকা পারিজাত এর উদ্যোগে প্রায় এক হাজার সুবিধা বঞ্চিত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ প্রদান, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহ করা হয়েছে।

[৩] শুক্রবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে ‘ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প’ এর মাধ্যমে অসহায় রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করে তারা। ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বেচ্ছা সেবী হিসেবে সহযোগিতা করেন লক্ষ্মীপুর জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিবার ও উৎসর্গ ফাউডেশন।

[৪] প্রায় এক হাজার রোগীর নিবন্ধন ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনীয় পরীক্ষা দিনব্যাপী রোগীদের চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদানসহ বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। চক্ষু রোগীদের চোখের ছানী অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। পাশাপাশি বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, কলেজ মাঠে গাছ লাগানো ও মাস্ক বিতরণ করা হয়।

[৫] এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। অনুষ্ঠানে লায়ন রাশিদা বেগম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন শাহেনা রহমান, লায়ন শরিফ আলী খান, রেখা শরীফ, লায়ন লুৎফুর রহমান, লায়ন শিরিন আক্তার রুবি প্রমুখ।

[৬] প্রধান অতিথি এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বলেন, এরুপ মানবিক আয়োজন, নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এসব স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকান্ডে সরকারী ও বিত্তবান শ্রেনীর মানুষদের সহযোগীতা খুব জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়