রাহুল রাজ : [২] ১৫৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৮ বল বাকি থাকতে জয় নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ৬৫ ও ম্যাচ সেরা অ্যারন ফিঞ্চ এর ৩৭ রানে ভর করে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
[৩] বৃহস্পতিবার দুবাইয়ে একমাত্র খেলায় অস্ট্রেলিয়ার আমন্ত্রণে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ১৫৪ রান।
[৪] দুই দল নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। অস্ট্রেলিয়া হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে পারেনি।
[৫] দলের পক্ষে কুশাল পেরেরা ৩৫ রান করেন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা, প্যাট ক্যামিজ ও মিশাল স্ট্রোক ২টি করে উইকেট তুলতে সক্ষম হয়।