শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৫:২৪ বিকাল
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৫:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে গণটিকার দ্বিতীয় ডোজ

মো. বশির উদ্দিন: [২] নগরীর ডেমরা ও আশপাশের এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে গণটিকার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড ভিত্তিক গণটিকার দ্বিতীয় ডোজের এ ক্যাম্পেইন সম্পন্ন হয়।

[৩] এক্ষেত্রে ডিএসসিসির ৬৪ থেকে ৭৫ নম্বর ওয়ার্ডে টিকাদান কেন্দ্রগুলোতে শান্তিপূর্নভাবেই টিকাদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। তবে যারা ইতোমধ্যে নিবন্ধন করেছেন শুধু তাদেরই এ টিকা দেওয়া হয়েছে। এদিন অগ্রাধিকার ভিত্তিতে বয়স্ক নারী পুরুষ ও শারীরিক প্রতিবন্ধীদের আগে টিকা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে কিছুটা হট্টগোল হলেও পরে সরকারি নির্দেশনার কথা জানার পর পরিস্থিতি স্বাভাবিক থাকে।

[৪] এদিকে ওয়ার্ড পর্যায়ে পূর্বের রেজিস্ট্রেশন অনুযায়ী সাড়ে ৩শ থেকে ৫০০ জনের মাঝে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে মানুষের ভিড় ছিল। এদিকে ওয়ার্ডবাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানান, পরবর্তীতে যাতে ওয়ার্ড পর্যায়েই টিকার ব্যবস্থা করা হবে। অন্যথায় হাসপাতালে গিয়ে টিকা দেওয়া সবার পক্ষে সহজসাধ্য হয়ে ওঠেনা। এদিকে নিবন্ধনের ক্ষুদে বার্তা মোবাইলে আসতেও অনেক অপেক্ষা করতে হয়।

[৫] সরেজমিন দেখা গেছে, ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ডে রুস্তম আলী হাই স্কুলে, ৬৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে, ৬৮ নম্বর ওয়ার্ডে এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ে, ৬৯ নম্বর ওয়ার্ডে ডেমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও ৭০ নম্বর ওয়ার্ডে আমুলিয়া সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়ে টিকা দান কর্মসূচী পালন করা হয়েছে। এ সময় সুষ্ঠ ও শুশৃঙ্খলভাবে ভাবে টিকাদান কর্মসূচী স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেই বাস্তবায়ন করা হয়।

[৬] এ বিষয়ে ডিএসসিসির ৭০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আতিকুর রহমান আতিক বলেন, টিকাদান কেন্দ্রে লাইনে দাড়িয়ে সুষ্ঠভাবে টিকাদান কার্যক্রম পরিচালনা করেছি দ্বিতীয় ডোজ ভ্যাকসিন এই ওয়ার্ডে ৫০০ জনের মাঝে দেওয়া হয়েছে। তবে এলাকাবাসীর দাবি ভবিষ্যতে ওয়ার্ডভিত্তিক টিকা দেওয়া হোক এতে এলাকাবাসীর জন্য টিকা গ্রহন অনেক সহজ হবে। তাছাড়া ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে ওয়ার্ডবাসীর সরাসরি যোগাযোগ রয়েছে বলে টিকা কার্যক্রম ওয়ার্ড পর্যায়েই সুষ্ঠ ও শুশৃঙ্খলভাবে সম্পন্ন করা সহজ হতে পারে।

[৭] এ বিষয়ে ডিএসসিসির ৬৯নং ওয়ার্ড কাউন্সিলর সালাহউদ্দিন আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনাদেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে টিকা গ্রহনের সুযোগ করে দিয়েছেন। তার শুভ জন্মদিনেও ওয়ার্ড পর্যায়ে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম সম্পন্ন হলো। এদিকে টিকা দান কার্যক্রম সফল করতে কাউন্সিলররাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরাও মাঠ পর্যায়ে কাজও করে যাচ্ছেন। আর সরকারসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও আল্লাহর অশেষ রহমতে খুব শীঘ্রই আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়