রাশিদুল ইসলাম : [২] জাতিসংঘের খাদ্য সংস্থা ফাও’র পরিচালক ডেভিড বিসলে সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন অতি-ধনী ব্যক্তিদের মাত্র কয়েকজন তাদের সম্পদের ভগ্নাংশ দিয়ে বিশ্বের ক্ষুধা মেটাতে সাহায্য করতে পারে। আরটি
[৩] বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক, জেফ বেজোসের নাম উল্লেখ করে ফাও প্রধান বলেন, কোটিপতিদের এখন পদক্ষেপ নেওয়ার সময় অন্তত একবার হলেও। তাদের ৬ বিলিয়ন ডলার ৪২ মিলিয়ন মানুষের ক্ষুধা মেটাতে পারে এবং তা না হলে তারা মারা যাবে।
[৪] বিসলে বলেন কোভিড মহামারীতেও শীর্ষ ধনীরা গত অক্টোবর পর্যন্ত ৫.০৪ ট্রিলিয়ন ডলার কামিয়েছেন। এলন মাস্কের ২৮৯ বিলিয়ন ডলারের ২ শতাংশ দিলে বিশে^ মানুষের ক্ষুধা মেটানো সম্ভব।
[৫] বিসলে বলেন কোভিড মহামারী, জলবায়ু পরিবর্তনসহ নানা সংকটে অনেক দেশে দুর্ভিক্ষের শঙ্কা দেখা দিয়েছে।