সামসুদ্দিন আহমেদ
সাংবাদিক চার ক্যাটাগরির। খেটে খাওয়া, চেটে খাওয়া, ঘেঁটে খাওয়া ও বেঁটে খাওয়া। ভোটদাতারা খেটে খায়। ভোট গ্রহীতারা চেটে খায়। ভোট ব্যবসায়ীরা ঘেঁটে খায়। একবার হারে, একবার জেতে। এখানে হারলে ওইখানে দাঁড়ায়, ওইখানে হারলে এখানে দাঁড়ায়। মোট কথা, কোথাও না কোথাও দাঁড়াবেই। এভাবে ঘাঁটতে ঘাঁটতে অনেক কিছু পেয়েও যায়। সুযোগ বুঝে সবার চোখ এড়িয়ে সেই পচাগলাগুলো খেয়েও ফেলে। বাকি রইলো বেঁটে খাওয়া সাংবাদিকরা। বেঁটে খাওয়া সাংবাদিকরা সরকার, মালিক, ব্যবসায়ী ও বিত্তদুর্বৃত্তদের কাছে মাথা বিক্রি করে যে সম্পদ ও সুবিধাদি পায় সেগুলো ভাগ-বাঁটোয়ারা করে খায়। তবে শুধু পরিবারের সদস্যদের মধ্যে। এদের সংখ্যা কম নয়।
নির্বাচিত মন্তব্য : ফজলুল বারী-কাক নাকি কাকের মাংস খায় না। কিন্তু সাংবাদিক নেতাদের এক অংশ সাংবাদিকদের ও সাংবাদিকতার মাংস ভুনা করে খাচ্ছে! এটাও দেখতে হচ্ছে? সহ্য করতে হচ্ছে। Shamsuddin Ahmed-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।