মমতাজুর রহমান: [২] বগুড়ার আদমদীঘির সান্তাহারে ডিবি পুলিশ পরিচয়ে ওষুধের দোকানে চাঁদাবাজির সময় সুজন হোসেন (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে সান্তাহার পৌর শহরের উপহার টাওয়ার এলাকায় মেহেরুন নেছা ফার্মেসির সামনে থেকে তাকে আটক করা হয়।
[৩] আটককৃত সুজন নাটোর লালপুর উপজেলার গোপালপুর গ্রামের সেন্টুর ছেলে বলে জানাগেছে। এ সময় তার সাথে থাকা আরেক প্রতারক সান্তাহারের মিরু হাসান বাপ্পী কৌশলে পালিয়ে যায়।
[৪] পুলিশ ও মেহেরুন নেছা ফার্মেসির মালিক শফিকুল ইসলাম ভুট্টু জানান, সোমবার রাতে সান্তাহার পৌর শহরের পোঁওতা গ্রামের জনৈক মনছুর আলীর ছেলে মিরু হাসান বাপ্পী প্রতারক সুজনকে ডিবি পুলিশ সাজিয়ে তার দোকানে নিয়ে আসেন। এরপর তার দোকানে মাদক জাতীয় ওষুধ বিক্রি করা হয় এমন অভিযোগ তুলে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে। একপর্যায়ে তিনি বিব্রত বোধ করেন।
[৫] ওই দিন তারা চলে গেলেও পরের দিন মঙ্গলবার দুপুর ১টার দিকে ফের তারা দুজন এসে ৫ হাজার টাকা দাবী করে। টাকা না দিতে চাওয়ায় তাকে গ্রেপ্তারের ভয় দেখান। এ সময় প্রতারক সুজন ও বাপ্পীর আচরন সন্দেহ জনক হওয়ায় তিনি পরিচয় পত্র দেখতে চান। তারা সেটি দেখাতে সক্ষম না হওয়ায় সুজনকে আটক করা হলেও বাপ্পী কৌশলে পালিয়ে যায়।
[৬] সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সুজনকে অটক করে নিয়ে আসা হয়েছে। তবে সুজনের সাথে থাকা আরেক প্রতারক মিরু হাসান বাপ্পীকে আটক করা যায়নি। প্রতারকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।