শিরোনাম
◈ তিতুমীরের সামনে রাস্তা আটকে বিক্ষোভ, মহাখালীতে যানজট ◈ মোবাইল নেটওয়ার্কে ইয়াবার হোম ডেলিভারি: উত্তরা-তুরাগ মাদক সিন্ডিকেটে অতিষ্ঠ নগরবাসী ◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই দিনেই বরিশালের জয়, ৪০ উইকেটের ৩৬টি পেয়েছেন স্পিনাররা

নিজস্ব প্রতিবেদক: [২] প্রথম দিন দুই দলের সবকটি উইকেট পড়েছিল। দ্বিতীয় দিনও একই চিত্র।

[৩] চট্টগ্রাম বিভাগ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বিভাগকে আতিথেয়তা দিয়েছিল। স্বাগতিকদের হারিয়ে দুই দিনেই ম্যাচ জিতেছে বরিশাল। প্রথম দিন বরিশাল আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। জবাবে চট্টগ্রামকে ৮৭ রানে আটকে দেয় বরিশাল। ৫৯ রানে লিড নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে বরিশাল। প্রথম ইনিংসের মতো এবারো তাদের ব্যাটসম্যানরা ব্যর্থ। ১৩৯ রানে শেষ দ্বিতীয় ইনিংস। ১৯৯ রানের টার্গেট পায় চট্টগ্রাম।

[৪] হাতে দুই দিনের বেশি সময়। মাটি কামড়ে পড়ে থাকলেও এ রান সহজেই তাড়া করা যায়। কিন্তু তেমন কিছুই হলো না। মুমিনুল হককে ছাড়া দল ভুগল।

[৫] ১২০ রানে গুটিয়ে ৭৮ রানের বিশাল পরাজয়কে সঙ্গী করে চট্টগ্রাম। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া মনির হোসেন দ্বিতীয় ইনিংসে আরো তিন উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

[৬] হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেওয়া আশরাফুল এই ইনিংসেও পেয়েছেন দুই উইকেট। এছাড়া সোহাগ গাজী ও কামরুল ইসলাম রাব্বী ২টি করে উইকেট পেয়েছেন।

[৭] চট্টগ্রামের ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন বাদে কেউ রান পাননি। ৪৬ রান করেন তিনি। এছাড়া ইয়াসির আলী চৌধুরী প্রথম ইনিংসের পর এবারো শূন্য করে পেয়ারের তিক্ত স্বাদ পেয়েছেন। এর আগে সকালে স্পিনার নাঈম হাসান ও হাসান মুরাদের বোলিং তোপে পড়ে বরিশাল। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া নাঈম এবার পাঁচ উইকেট নিয়েছেন। হাসান মুরাদের পকেটে গেছে ৪ উইকেট।

[৮] ব্যাটিংয়ে আশরাফুল মাত্র ১৭ রান করেন। মনির হোসেন ৩০ ও রাব্বী ২৬ রান করে দলকে এগিয়ে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়