শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৭:৪২ বিকাল
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৭:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই দিনেই বরিশালের জয়, ৪০ উইকেটের ৩৬টি পেয়েছেন স্পিনাররা

নিজস্ব প্রতিবেদক: [২] প্রথম দিন দুই দলের সবকটি উইকেট পড়েছিল। দ্বিতীয় দিনও একই চিত্র।

[৩] চট্টগ্রাম বিভাগ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বিভাগকে আতিথেয়তা দিয়েছিল। স্বাগতিকদের হারিয়ে দুই দিনেই ম্যাচ জিতেছে বরিশাল। প্রথম দিন বরিশাল আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায়। জবাবে চট্টগ্রামকে ৮৭ রানে আটকে দেয় বরিশাল। ৫৯ রানে লিড নিয়ে সোমবার দ্বিতীয় দিনের খেলা শুরু করে বরিশাল। প্রথম ইনিংসের মতো এবারো তাদের ব্যাটসম্যানরা ব্যর্থ। ১৩৯ রানে শেষ দ্বিতীয় ইনিংস। ১৯৯ রানের টার্গেট পায় চট্টগ্রাম।

[৪] হাতে দুই দিনের বেশি সময়। মাটি কামড়ে পড়ে থাকলেও এ রান সহজেই তাড়া করা যায়। কিন্তু তেমন কিছুই হলো না। মুমিনুল হককে ছাড়া দল ভুগল।

[৫] ১২০ রানে গুটিয়ে ৭৮ রানের বিশাল পরাজয়কে সঙ্গী করে চট্টগ্রাম। প্রথম ইনিংসে পাঁচ উইকেট পাওয়া মনির হোসেন দ্বিতীয় ইনিংসে আরো তিন উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন।

[৬] হ্যাটট্রিকসহ পাঁচ উইকেট নেওয়া আশরাফুল এই ইনিংসেও পেয়েছেন দুই উইকেট। এছাড়া সোহাগ গাজী ও কামরুল ইসলাম রাব্বী ২টি করে উইকেট পেয়েছেন।

[৭] চট্টগ্রামের ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন বাদে কেউ রান পাননি। ৪৬ রান করেন তিনি। এছাড়া ইয়াসির আলী চৌধুরী প্রথম ইনিংসের পর এবারো শূন্য করে পেয়ারের তিক্ত স্বাদ পেয়েছেন। এর আগে সকালে স্পিনার নাঈম হাসান ও হাসান মুরাদের বোলিং তোপে পড়ে বরিশাল। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়া নাঈম এবার পাঁচ উইকেট নিয়েছেন। হাসান মুরাদের পকেটে গেছে ৪ উইকেট।

[৮] ব্যাটিংয়ে আশরাফুল মাত্র ১৭ রান করেন। মনির হোসেন ৩০ ও রাব্বী ২৬ রান করে দলকে এগিয়ে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়