নিজস্ব প্রতিবেদক : [২] শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পরাজয়ের পর অনেকেই কাঠগড়ায় তুলছেন বাংলাদেশ দলের বোলিং পরিকল্পনায়। ম্যাচ ১৯তম ওভারে গড়ালেও সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদের একটি করে ওভার বাকি ছিল। বাংলাদেশের এমন পরিকল্পনার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস।
[৩] নাফীসের মতে, নির্ধারিত গেমপ্ল্যান অনুযায়ী এগোনোর কারণেই সাকিবকে ৯ম ওভারের পর দীর্ঘক্ষণ বোলিং দেওয়া হয়নি, একইভাবে মুস্তাফিজ-নাসুমের বদলে বল করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বা আফিফ হোসেন ধ্রুব।
[৪] পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ দল সফল হলে বোলিং নিয়ে সমালোচনা হত না বলেও মনে করেন নাফীস। একইসাথে লিটন দাসের ক্যাচ ছাড়ার বিষয়টিকেও দায়ী করেছেন তিনি।