শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় ১১ইউপিতে আওয়ামী লীগের ১৯ স্বতন্ত্র প্রার্থী

বগুড়া প্রতিনিধি: [২] আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১৯জন।

[৩] এসব স্বতন্ত্র প্রার্থী নিয়ে স্থানীয় আ’লীগের নেতাকর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন। সেই সাথে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বেকায়দায় রয়েছে ক্ষমতাসীন দল। এনিয়ে শঙ্কিত নৌকা মনোনীত প্রার্থীরাও।

[৪] জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ১৯জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীরা সবাই স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের রাজনীতির সাথে সম্পৃক্ত।

[৫] ১১ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনেনেীত প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে ১১ জনকে। দলের সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগসহ দলের অঙ্গসহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেও মূলত নৌকা প্রার্থীর বিপরীত প্রার্থীর ভূমিকায় আছেন।

[৬] ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এসএম রুপম। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এক নারীসহ ৫ জন। তারা হলো আ’লীগ নেতা মেজবাউল আলম, আব্দুস সামাদ তোতা, যুবলীগ নেতা খন্দকার মোঃ মাহবুব মোর্শেদ, যুব মহিলা লীগের নেত্রী মোছাঃ শাহানা খাতুন ও যুবলীগের বহিস্কৃত নেতা আবু জাফর।

[৭] কিচক ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির চৌধুরী। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আ’লীগ নেতা শাহজাহান আলী ও যুবলীগ নেতা মোমিনুল ইসলাম চৌধুরী লিটন।

[৮] আটমূল ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিজান। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছে আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন।

[৯] পিরব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল করিম। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আ’লীগ নেতা মোজাম্মেল হক মন্ডল ও প্রয়াত আ’লীগ নেতা মকবুল হোসেনের ছেলে আসিফ মাহমুদ মিল্টন ও তার স্ত্রী শামিমা আক্তার।

[১০] বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চঞ্চল। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আ’লীগ নেতা সাইদুর রহমান।

[১১] শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম শহীদ। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ছাত্রলীগ নেতা রাকিব আকন্দ। সম্পাদনা: জেরিন আহমেদ

[১২] বিহার ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান মহিদুল ইসলাম। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আ’লীগ নেতা মোনায়েম হোসেন ইকবাল। যুবলীগের নেতা মতিউর রহমান মতিন। রায়নগর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান কাজী। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবলীগ নেতা তাজুল ইসলাম।

[১৩] সৈয়দপুর ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাতাব উদ্দিন। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছে ছাত্রলীগ নেতা ছানোয়ারুল ইসলাম।

[১৪] দেউলী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহেদুল ইসলাম। তার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন যুবলীগ নেতা ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই প্রধান, যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন সরকার টুটুল।

[১৫] নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের একাধিক তৃর্ণমূল নেতাকর্মি বলেন, ১১ইউনিয়ন পরিষদ নির্বাচনে একাধিক বিতর্কিত ব্যক্তিদের নৌকার মনোনয়ন দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

[১৬] পিরব ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল করিম স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে বলেন, আমার ইউনিয়নে ২জন স্বতন্ত্র প্রার্থী রয়েছে। বিষয়টি দলের নেতাদের মৌখিকভাবে জানানো হয়েছে।

[১৭] শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আজিজুল হক এ প্রতিবেদক-কে বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

[১৮] উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান এ প্রতিবেদক-কে বলেন, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। ১৭ অক্টোবর ছিল মনোয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়