শেখ আদনান ফাহাদ
আইনের চোখে সবাই সমান। এটা বাস্তবে না হলেও কাগজে কলমে অন্তত থাক। ভারত-পাকিস্তান আর বাংলাদেশ এক না। আমাদের লড়াই ছিল আইনের শাসন প্রতিষ্ঠার। সবার জন্য একই রকম আইন। সে আইনের বাস্তবায়ন যদি সঠিক না হয় তাহলেও তো আইন মিথ্যা হয়ে যায় না। আইনই যদি দুই রকম হয় তাহলে আমাদের এইদেশে থাকার আর মানে হয় না। সত্যি আমি মন থেকে বলছি। এমনও দিন আসবে এদেশ ছেড়ে বউ বাচ্চা নিয়ে চলে যাব। এত বৈষম্য নিয়ে থাকা যায় না, যাবে না।
তবু স্রোতের বিপরীতে লড়াই চালাচ্ছি একটা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার। কিন্তু রাষ্ট্রই যদি সবাইকে সমান চোখে না দেখে, তাহলে একদিন চলে যাব। সভ্য কোনো সমাজে, যেখানে আইনের চোখে সবাই সমান। যেখানে কেউ সংখ্যালঘু না, সংখ্যাগুরু না। ধর্ম যেখানে একমাত্র আলোচনার বিষয় না। Sheikh Adnan Fahad-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।