শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:২১ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:২১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোনকে উত্যাক্তের প্রতিবাদ করায় ভাইয়ে বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ

আবু হাসাদ: [২] রাজশাহীর পুঠিয়ায় গতিরোধ করে স্কুলে যাতায়াতের পথে বোনকে উত্যাক্ত করে বখাটেরা। বিষয়টি ভুক্তভোগির ভাই প্রতিবাদ করতে যায়।এ সময় উভয় পক্ষের মধ্যে মারধরের ঘটনাও ঘটে। তবে এ ঘটনায় ওই বখাটের পক্ষ থেকে ভুক্তভোগির ভাইকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

[৩] শনিবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার জিউপাড়া ইউনিয়নের কানাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

[৪] এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভুক্তভোগি ওই কিশোরী ঝলমলিয়া হাই স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। আর উক্ত্যাক্তকারীদের মধ্যে একই স্কুলের একজন দশম ও দুইজন নবম শ্রেণীর ছাত্র। আর বাকি ৩ যুবক বহিরাগত। ওই ছেলেরা স্কুল শেষে বিভিন্ন মেয়েদের পিছু নেয় এবং তাদের উত্যাক্ত করে। সে

[৫] সূত্রে শনিবার দুপুরে তারা কানাইপাড়া গ্রামের একটি মেয়ের পথরোধ করে। এরপর জোরপূর্বক তাদের মুঠোফোনে ওই মেয়ের ফটো ধারণ করে। বিষয়টি নিয়ে মেয়ের ভাইয়ের সাথে উত্যাক্তকারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে।

[৬] ভুক্তভোগি ওই কিশোরীর ভাই বলেন, আমার বোন স্কুলে যাতায়াতের পথে ওই বখাটেরা মাঝে মধ্যে উত্যাক্ত করে। গত শনিবার দুপুরে স্কুল শেষে বোন বাড়ি ফিরছিল। পথে ওই ৫-৬ জনের একটি বখাটের দল তার গতিরোধ করে জোরপূর্বক মুঠোফোনে ছবি তুলে। সে বাড়ি এসে বিষয়টি আমাদের জানায়। পরে আমি ঘটনাস্থলে গিয়ে এঘটনার প্রতিবাদ জানাই। সে সময় ওই বখাটেদের সাথে আমার ধাক্কাধাক্কি ঘটনাও ঘটে।
মানসম্মানের দিক বিবেচনা করে আমরা বিষয়টি নিয়ে আর এগুইনি। পরে লোকমুখে শুনছি ওই বখাটে ছেলেদের মধ্যে একজন উল্টা আমার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।

[৭] আসমা বেগম নামের ওই এলাকার একজন গৃহবধূ বলেন, মেয়েটির বাড়ি কানাইপাড়া গ্রামে। আর ওই ছেলেদের বাড়ি নাটোর সদর উপজেলার পাইকপাড়া গ্রামে। তারা মাঝে মধ্যে ওখান থেকে এসে এই গ্রামের মেয়েদের উত্যাক্ত করে। বিষয়টি এলাকার অনেকই অবগত। এ ঘটনায় শনিবার একজন ভুক্তভোগির ভাই প্রতিবাদ করেছেন। আর রোববার উল্টা তার বিরুদ্ধেই থানায় অভিযোগ! এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা।

[৮] এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহরাওয়াদী হোসেন বলেন, মোবাইলে একটি মেয়ের ছবি উঠানোকে কেন্দ্র করে কানাইপাড়া গ্রামের এক যুবক কয়েকজন ছেলেকে ব্যাপক মারধর করেছে। এর মধ্যে মারধরের শিকার হওয়া জাকারিয়া হোসেন নামের এক ছেলের মা বাদী হয়ে রোববার (২৪ অক্টোবর) সকালে থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে ভুক্তভোগি ওই মেয়ের ভাইকে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়