শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ১০:৩৯ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ১০:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসলামের নামে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান: তথ্যমন্ত্রী

মনিরুল ইসলাম: [২] ইসলামের নামে বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

[৩] বুধবার ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জশনে জুলুস ও শান্তি মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

[৪] আয়োজক সংগঠন আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া ও আন্তর্জাতিক সুফি ঐক্য সংহতির চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদের সভাপতিত্বে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ভার্চুয়ালি এবং শাহ সুফি সৈয়দ মইনুদ্দীন আহমদ মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

[৫] তথ্যমন্ত্রী বলেন, এ জনপদে, এ উপমহাদেশে কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে ইসলাম বিস্তার লাভ করেনি। অলি-আম্বিয়ারা মানুষকে ভালোবাসা দিয়ে, বুঝিয়ে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন। তাই যারা ইসলামের কথা বলে অলি-আম্বিয়াদের বিরোধিতা করে, হানাহানিতে লিপ্ত হয়, অন্য ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ করে, তারা ফিতনা বা বিভেদ সৃষ্টিকারী। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

[৬] তিনি বলেন, পৃথিবীতে হানাহানি, দলাদলি বন্ধ করে মানুষকে সুপথে এনে শান্তির ধর্ম ইসলাম প্রতিষ্ঠা করেছেন মহানবী (সা.)। ইসলামের মূল মর্মবাণী মানুষে মানুষে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন করা। যারা এ মর্মবাণী ধারণ করে, তারা কখনো জঙ্গি হয় না, হানাহানিতে লিপ্ত হয় না, ইসলামের নামে কারো ওপর আক্রমণ করে না।

[৭] ড. হাছান মাহমুদ বলেন, রাসুল (সা.) কখনো ধর্মের নামে কারো ওপর আক্রমণের শিক্ষা দেননি, ইসলাম কখনো সে শিক্ষা দেয় না। কিন্তু আজ ইসলামের এ মূল মর্মবাণী থেকে সরে গিয়ে অনেকে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে অলি আম্বিয়াদের বিরুদ্ধে কথা বলে, তরুণদের বিপথগামী করে।

[৮] তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। এখানে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রাখতে আমরা ঐক্যবদ্ধ থাকব।

[৯] ফিলিস্তিনের মুসলিমদের ওপর অত্যাচার বন্ধে এবং মিয়ানমার থেকে পালিয়ে এদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মুসলিমদের নিরাপদে সেদেশে ফিরে যাওয়া নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন ড. হাছান।

[১০] চট্টগ্রামের ফটিকছড়ির মাইভান্ডার শরীফের শীর্ষ নেতা সৈয়দ সাইফুদ্দীন আহমদ শান্তি মহাসমাবেশ সফল করার জন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান

  • সর্বশেষ
  • জনপ্রিয়