ওয়ালিউল্লাহ সিরাজ: [২] ভারতের কাশ্মীর উপত্যকাজুড়ে বিহার, উত্তরপ্রদেশের মতো নানা রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা ভিড় করেন একটু বেশি উপার্জনের আশায়। কারণ কাশ্মীরে নির্মাণশিল্পের শ্রমিক হিসেবে বা ছোটখাটো জিনিসপত্র বেচে রোজগারের সুযোগ ভারতের বাকি অংশের চেয়ে বেশি। এখন এনডিটিভি বলছে,
[২] অজ্ঞাতনামা সশস্ত্র বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একের পর এক বেসামরিক মানুষ ও অভিবাসী শ্রমিক নিহত হওয়ার পর তারাই এখন কাশ্মীর উপত্যকা ছেড়ে চলে যাচ্ছে। এনডি টিভি
[৩] এক পরিযায়ী শ্রমিক গয়া জেলার মুরারি কিষেণ বলেন, আমি তাড়াতাড়িই শ্রীনগর ছাড়বো। প্রশাসনের পক্ষে তো সবাইকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। তাই কাশ্মীর ছেড়ে যেতেই হবে, কারণ রোজগারের চেয়ে জীবনের দাম অনেক।
[৪] রোববার কুলগাম জেলার ভানপোতে বিহারের দুই নির্মাণশ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে, এ সময় আরও একজন শ্রমিক আহত হয়েছেন। এই নিয়ে চলতি মাসে মোট ১১ বেসামরিক মানুষ কাশ্মীরে মারা গেছেন।
[৫] জম্মু ও কাশ্মীরে বিজেপির সভাপতি রবীন্দ্র কুমার রায়নার বলেন, কাশ্মীর উপত্যকায় নিজেদের মেহনত দিয়ে যারা দুপয়সা রোজগার করছিলেন, তাদের এ রকম নৃশংসভাবে হত্যা করাটা একটা জঘন্যতম অপরাধ।