খালিদ আহমেদ: [২] হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান হাসান এই আদেশ দেন।
[৩] আসামিরা হলেন, আকরাম ফকির, জামিল বিশ্বাস ও শরিফুল ইসলাম।
[৪] আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।
[৫] ৭ আগস্ট খুলনার রূপসা উপজেলার একটি গ্রামে মন্দির, বেশ কিছু দোকান ও একটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় । শতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। এ ঘটনায় ৮ আগস্ট খুলনার রুপসা থানায় ২৫ জনের নামে মামলা দায়ের করা হয়।
[৬] ওই মামলায় গত ১৪ অক্টোবর তিন আসামিকে জামিন দেন হাইকোর্ট । পরে ওই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করেন চেম্বার আদালত।