শিরোনাম
◈ অর্থের বিনিময়ে ৬ বছরের শিশুকে বিয়ে: তালেবান প্রশাসনের হস্তক্ষেপে আপাতত রক্ষা! ◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ১১:২১ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহরুখ পুত্রকে নিয়ে বিপাকে কারা কর্তৃপক্ষ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ান খানকে নিয়ে বিপাকে আছেন মুম্বাইয়ের আর্থার রোড জেল কর্তৃপক্ষ। মাদক মামলায় গ্রেপ্তার আরিয়ান জেল জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না।

কারা সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে দাবি করেছে, জেলে কারো সঙ্গে কথা বলছেন না আরিয়ান, এমনি তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া সঙ্গীদের সঙ্গেও না। খেতে চাইছেন না জেলেন খাবার। এভাবে চলতে থাকলে আরিয়ানের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় করছে কারা কর্তৃপক্ষ।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, এরই মধ্যে জেলে আরিয়ান খানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাঁকে স্থানান্তর করা হয়েছে বিশেষ কারা ব্যারাকে। ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে।

মাদক মামলায় গ্রেপ্তার বলিউড সুপারস্টার শাহরুখ খানপুত্র আরিয়ান খান জামিন পাবেন কি না তা জানা যাবে আগামী ২০ অক্টোবর। দুই পক্ষের শুনানি শেষে ওই দিন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) বিশেষ আদালত দিন ধার্য করেছেন।

মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর ৩ অক্টোবর বিকেলে আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় এনসিবি। আরিয়ান খানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এনডিপিএসের ৮সি, ২০বি, ২৭, ২৯ ও ৩৫ ধারায় মামলা করা হয়েছে। ২৩ বছর বয়সী আরিয়ান খানের পক্ষে আইনি লড়াই চালাচ্ছেন মুম্বাইয়ের অন্যতম শীর্ষ আইনজীবী সতীশ মানশিন্ডে ও জ্যেষ্ঠ আইনজীবী অমিত দেশাই।

মুম্বাইয়ের উপকূলে একটি প্রমোদতরীতে চলমান মাদক পার্টি থেকে ২ অক্টোবর রাতে আরিয়ান খানসহ মোট আট জনকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। যাত্রীর ছদ্মবেশে কর্ডেলিয়া নামে বিলাসবহুল ওই প্রমোদতরীতে চেপে বসেছিলেন এনসিবির গোয়েন্দারা। এনটিভি অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়