স্পোর্টস ডেস্ক: [২] ইংল্যান্ডে হওয়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আর মুখোমুখি হয়নি দুই দল। এবারের বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
[৩] দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মহারণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের কথার লড়াই। এবার সেখানে যোগ দিলেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্বরাও। তারা চাচ্ছেন না, এ ম্যাচটি হোক। তাদের মতে, এ ম্যাচের মাধ্যমে বাড়তে পারে দুই দেশের বর্তমান রাজনৈতিক সমস্যা।
[৪] সম্প্রতি জম্মু-কাশ্মীরে বেসামরিক নাগরিকদের হত্যা বেড়েই চলেছে।
[৫] অন্যদিকে ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এ ম্যাচ নিয়ে বলেছেন, আমি ক্রিকেটের অন্য যেকোনো ম্যাচের মতোই নিচ্ছি এটিকে। সম্পাদনা: রাহুল রাজ