স্পোর্টস ডেস্ক : [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। স্কটল্যান্ডের ছোড়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১৩৪ রান। স্কটল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস গ্রিভস ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।
[৩] রোববার (১৭ অক্টোবর) রাতে ম্যাচের পর সাংবাদিকদের ক্রিস গ্রিভসকে নিয়ে স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার জানালেন চমকে যাওয়ার মতো কিছু তথ্য।
[৪] স্কটিশ অধিনায়ক জানান, অ্যামাজনের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। এছাড়াও স্কটল্যান্ড দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়ও নন তিনি। তবে এখন গ্রিভসকে নিয়ে আমি সত্যিই গর্বিত। সে অনেক ত্যাগ স্বীকার করেছে। খুব বেশিদিন আগের কথা নয় সে অ্যামাজনের পার্সেল বিতরণ করতো। এখন সে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছে।