আয়াছ রনি: [২] কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ১৪এপিবিএন অভিযান চালিয়ে ৬ রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করেছে। যাদের অনেকে ওয়ারেন্টভুক্ত আসামী।
[৩] রোববার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয় বলে এপিবিএন এসপি জানান।
[৪] আটককৃতরা হলেন- মধুরছড়া ক্যাম্প-৩ এর মৃত কাসিমের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী মো. রফিক (২০), মৃত আব্দুল সাত্তারের ছেলে মো. নুর আহাম্মদ (২৫), মো. উলা মিয়ার ছেলে মো. পেটান উদ্দিন (৩৩), নৌকার মাঠ ক্যাম্প থেকে একজন আটক করা হয়। তিনি হলেন মো. ইসলামের ছেলে মোহাম্মদ রফিক।
[৫] এছাড়া লম্বাশিয়া ক্যাম্প থেকে আরও দুজন আটক করা হয় বলে এপিবিএন সূত্রে জানা যায়। আটক দু’জন হলেন- ক্যাম্প-১ ইস্টের আব্দুল হাকিমের ছেলে আনোয়ার ইসলাম (৩০) ও খায়রুল বশরের ছেলে মোক্তার (২০)।
[৬] আটকের বিষয়টি নিশ্চিত করে ১৪এপিবিএন অধিনায়ক নাইমুল হক জানান, রোববার ভোররাতে তিন ক্যাম্পের বিভিন্ন ব্লক থেকে ৬জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় মামলা রুজু করার জন্য প্রেরণ করা হয়েছে।
[৭] তিনি আরো জানান, শরণার্থী ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪ এপিবিএন কঠোর অবস্থানে রয়েছে বলে।