নিজস্ব প্রতিবেদক : [২] চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে মূলপর্বে ওঠার লড়াইয়ে স্কটল্যান্ডের প্রতিপক্ষ বাংলাদেশ, ওমান ও পাপুয়া নিউগিনি। গ্রæপপর্বের প্রতিপক্ষ সম্পর্কে কথা বলতে গিয়ে স্কটিশ কোচ বলেছিলেন, বাংলাদেশ দল ওমান কিংবা পাপুয়া নিউগিনি দলের মতই। স্কটিশদের বিপক্ষে টাইগারদের পরাজয়ে সেই কথার যথার্থতাই কী প্রমাণ হলো।
[৩] রোববার (১৭ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে পরাজিত হয় বাংলাদেশ দল। এই ম্যাচের আগে স্কটিশ কোচ শেন বার্জার তার দলের শক্তিসামর্থ্যরে কথা বলতে গিয়ে বলেছিলেন, যদি আমরা নিজেদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, তাহলে আমরা যে কোনো দলকেই বিপদে ফেলতে পারি, বিষয়টা এমনই সহজ।