শিরোনাম
◈ সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন ◈ ১৯৭৩ সা‌লে বাংলাদেশের প্রথম নির্বাচনকে কেন বিতর্কিত বলা হয়?  ◈ তারেক রহমানের জন্য শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিল ইনকিলাব মঞ্চ ◈ দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ ভারতীয়কে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি ◈ আজ শনিবারও খোলা রয়েছে দেশের সব ব্যাংক ◈ শীতে কাঁপছে দেশ: যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি, জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা ◈ কুয়াশা কেটে যাওয়ায় সাড়ে ৮ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু ◈ বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজে আগুন ◈ আজ হাদির কবর জিয়ারত ও পঙ্গু হাসপাতাল পরিদর্শন করবেন তারেক রহমান ◈ ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপোড়েনের প্রধান কারণ ভারতের কর্তৃত্বপরায়ণ মনোভাব: দ্য ডনের সম্পাদকীয়

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০০ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ২৫০ পর্যটক

নিউজ ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে প্রায় আড়াইশ পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

রোববার (১৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক সিনিয়র কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের ওই কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, কতজন আটকা পড়েছেন, সেটি তিনি নিশ্চিত নন। তবে আড়াইশ’র মতো হবে। বৈরী আবহাওয়া কেটে গেলে তাদের টেকনাফে পাঠানো হবে।

সেন্টমার্টিনের সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেক বলেন, ‘যারা আটকা পড়েছেন তারা দুই থেকে তিন দিন আগে এখানে এসেছেন। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে করে এসেছেন। আজ তাদের ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়ায় সেন্টমার্টিন থেকে কোনো ট্রলার বা স্পিডবোট ছেড়ে যেতে দেয়নি কোস্টগার্ড।’

তিনি আরও জানান, ‘আমাদের রিসোর্টেও ১৫ পর্যটক আছেন। তারা এখানে নিরাপদে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফেরত যাবেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, আমরা পর্যটকদের খোঁজ-খবর নিচ্ছি। তারা যাতে সেন্টমার্টিনে নিরাপদে থাকেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়