শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০০ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৈরী আবহাওয়ায় সেন্টমার্টিনে আটকা ২৫০ পর্যটক

নিউজ ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে প্রায় আড়াইশ পর্যটক আটকা পড়েছেন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

রোববার (১৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের সেন্টমার্টিন স্টেশনের এক সিনিয়র কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক কোস্টগার্ডের ওই কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, কতজন আটকা পড়েছেন, সেটি তিনি নিশ্চিত নন। তবে আড়াইশ’র মতো হবে। বৈরী আবহাওয়া কেটে গেলে তাদের টেকনাফে পাঠানো হবে।

সেন্টমার্টিনের সি প্রবাল রিসোর্টের মালিক আব্দুল মালেক বলেন, ‘যারা আটকা পড়েছেন তারা দুই থেকে তিন দিন আগে এখানে এসেছেন। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও ট্রলারে করে এসেছেন। আজ তাদের ফেরত যাওয়ার কথা ছিল। কিন্তু আবহাওয়া পরিস্থিতি ভালো না হওয়ায় সেন্টমার্টিন থেকে কোনো ট্রলার বা স্পিডবোট ছেড়ে যেতে দেয়নি কোস্টগার্ড।’

তিনি আরও জানান, ‘আমাদের রিসোর্টেও ১৫ পর্যটক আছেন। তারা এখানে নিরাপদে রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফেরত যাবেন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, আমরা পর্যটকদের খোঁজ-খবর নিচ্ছি। তারা যাতে সেন্টমার্টিনে নিরাপদে থাকেন সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়