শিরোনাম
◈ আরপিও ২০ ধারার সংশোধনী: রাজনৈতিক অধিকার বনাম আইনগত বাধ্যবাধকতা ◈ পাঁচ দুর্বল ইসলামী ব্যাংক একীভূত: নতুন ‘সম্মিলিত ব্যাংক’ গঠনের পথে সুযোগ ও ঝুঁকি ◈ নৌ, বস্ত্র ও পাট, পরিকল্পনা ও সমবায়ে নতুন সচিব ◈ যারা চাপে পড়বেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে ◈ প্রার্থীদের ঋণতথ্য যাচাইয়ে ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক ◈ জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা (ভিডিও) ◈ সাংবাদিককে কনুই মারলেন বিএনপি নেতা সালাম, ভিডিও ভাইরাল ◈ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা ইস্যুতে যে পদক্ষেপ নিল ভারতীয় দূতাবাস ◈ গণভোটের বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে সোমবার! ◈ দুর্দান্ত ব‌্যা‌টিং‌য়ে অঙ্কনের শতক, ঘুরে দাঁড়ালো ঢাকা বিভাগ 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১১:২২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর খিলগাঁওয়ে ফুচকা খাওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণ

মোস্তাফিজুর রহমান: [২] শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

[৩] শিশুটির মা অভিযোগ করে বলেন, গত বুধবার সন্ধ্যার পরে তাঁর মেয়ে বাসার অদূরে নবিনবাগ এলাকায় তাদেরই সবজির দোকানের পাশে খেলাধুলা করছিল। সেখানকার একটি রিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান (৬৫) তাকে দাদা বলে ডাকতো তার মেয়ে। তিনি তার মেয়েকে ১০টাকা দিয়ে ফুচকা খেতে বলেন। এবং তাকে গ্যারেজে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করেন। এবং কাউকে কিছু না বলার জন্য ভয় দেখান।

[৪] প্রথমতো মেয়েটি রাতে বাসায় গিয়ে ভয়ে কোন কিছু বলেনি। মেয়ের অসুস্থা বুঝতে পেরে তাকে জিজ্ঞেসাবাদ করলে সে পুরো বিষয়টি বলে।

[৫] বিষয়টি পুলিশকে কেন জানাননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, সে কারণে আজ দুপুরে মেডিকেলে মেয়েকে ভর্তি জন্য অসুস্থ অবস্থায় নিয়ে আসি। ভর্তি না করতে পেরে, হাসপাতালের পরামর্শে থানায় গিয়ে মামলা করি। পুলিশ রাতে মেয়েকে ঢামেকে হাসপাতালে নিয়ে আসেন।

[৬] এ ব্যাপারে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা থানায় অভিযোগ করছেন। অভিযোগের ভিত্তিতে শিশুটিকে শারীরিক পরিক্ষার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

[৭] তিনি আরো বলেন, রিকশা গ্যারেজের মালিক আব্দুর রহমান (৭০) বিরুদ্ধে এ অভিযোগ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়