শিরোনাম
◈ বাফুফে ৪ কোটি টাকার বেশি আয় কর‌লো এশিয়ান কাপ বাছাই’র তিন ম্যাচ থেকে ◈ এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ◈ রাজনী‌তি‌তে চল‌ছে সমীকরণ, জোটে যাওয়া নিয়ে এনসিপিতে নানা মত ◈ বিপিএলে নোয়াখালী‌তে খেল‌বেন মোহাম্মদ নবি, সিলেটে সালমান  ◈ বাংলাদেশে পথকুকুর বা বিড়াল হত্যায় কী শাস্তি রয়েছে? ◈ মে‌ক্সি‌কোর বিশ্বকাপ স্টেডিয়ামের পাশে শত শত ব্যাগে মানুষের দেহাবশেষ উদ্ধার ◈ চি‌কিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত, তবে ওষুধে রেসপন্স করছেন ◈ দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, আজ থেকে নতুন দরে বিক্রি ◈ সকাল ৬টায় ঢাকায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত ◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১১:২২ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১১:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর খিলগাঁওয়ে ফুচকা খাওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণ

মোস্তাফিজুর রহমান: [২] শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

[৩] শিশুটির মা অভিযোগ করে বলেন, গত বুধবার সন্ধ্যার পরে তাঁর মেয়ে বাসার অদূরে নবিনবাগ এলাকায় তাদেরই সবজির দোকানের পাশে খেলাধুলা করছিল। সেখানকার একটি রিকশা গ্যারেজ মালিক আব্দুর রহমান (৬৫) তাকে দাদা বলে ডাকতো তার মেয়ে। তিনি তার মেয়েকে ১০টাকা দিয়ে ফুচকা খেতে বলেন। এবং তাকে গ্যারেজে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পর শিশুটিকে ধর্ষণ করেন। এবং কাউকে কিছু না বলার জন্য ভয় দেখান।

[৪] প্রথমতো মেয়েটি রাতে বাসায় গিয়ে ভয়ে কোন কিছু বলেনি। মেয়ের অসুস্থা বুঝতে পেরে তাকে জিজ্ঞেসাবাদ করলে সে পুরো বিষয়টি বলে।

[৫] বিষয়টি পুলিশকে কেন জানাননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার হাতে কোনো টাকা পয়সা ছিল না, সে কারণে আজ দুপুরে মেডিকেলে মেয়েকে ভর্তি জন্য অসুস্থ অবস্থায় নিয়ে আসি। ভর্তি না করতে পেরে, হাসপাতালের পরামর্শে থানায় গিয়ে মামলা করি। পুলিশ রাতে মেয়েকে ঢামেকে হাসপাতালে নিয়ে আসেন।

[৬] এ ব্যাপারে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মুমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মা থানায় অভিযোগ করছেন। অভিযোগের ভিত্তিতে শিশুটিকে শারীরিক পরিক্ষার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

[৭] তিনি আরো বলেন, রিকশা গ্যারেজের মালিক আব্দুর রহমান (৭০) বিরুদ্ধে এ অভিযোগ। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়