মাসুদ আলম: [২] গ্রেপ্তারকৃতরা হলেন- সোহেল রানা ও মো. সোহেল সরদার। এসময় তাদের কাছ থেকে চার কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার ইয়াবার জব্দ করা হয়। বুধবার রাতে রাজধানীর ভাটারা থানার নদ্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
[৩] শনিবার র্যাব-১-এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোছা. শামিমা আক্তার বলেন, সোহেল সরদার ইয়াবার ডিলার আরও সোহেল রানা মাইক্রোবাস চালক। তারা মাইক্রোবাসের পেছনে জ্বালানি বহনে ব্যবহৃত এলপিজি গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় ইয়াবাগুলো পাচার করছিলেন।