রাশিদ রিয়াজ : ইরানের ট্রেড প্রোমোশন অর্গানাইজেশন এসব শিপিং লাইন চালুর জন্যে রাশিয়া ও কাজাখস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। রাশিয়ার আস্তারাখান ও মাখাচাকলা বন্দরের সঙ্গে ইরানের উত্তরাঞ্চলের বন্দরগুলো থেকে জাহাজগুলো পরিচালিত হবে। আর কাজাখস্তানের আখতাউ বন্দরে ভিড়বে ইরানের জাহাজগুলো। আগামী ২৩ অক্টোবর থেকে এ শিপিং লাইন চালু হচ্ছে। দ্বিতীয় ধাপে এ শিপিং লাইনের সংখ্যা আরো ২টি বৃদ্ধি করা হবে। ইরানের খাজার শিপিং কোম্পানি এ শিপিং লাইনে জাহাজ পরিচালনার দায়িত্ব পেয়েছে। পরিকল্পনায় ভবিষ্যতে উপসাগরীয় দেশগুলো ছাড়াও আফ্রিকার দেশগুলোর সঙ্গে শিপিং লাইন চালু করা হবে।