শিরোনাম
◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে? ◈ প‌শ্চিমব‌ঙ্গে মোদীকে গোব্যাক ব‌লে, বাংলা‌দে‌শি অনুপ্রবেশকারীদের বলে না- অভিযোগ ভারতের প্রধানমন্ত্রীর  ◈ মৃত্যুর কিছুদিন আগে সাক্ষাৎকারে যেসব কথা বলেছিলেন ওসমান হাদি (ভিডিও)

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিভাগে মোবাইল ইন্টারনেট বন্ধই থাকছে

নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের সব বিভাগে মোবাইল ফোনে ইন্টারনেট বন্ধ থাকলেও শুক্রবার সন্ধ্যায় সাত বিভাগে ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়েছে। তবে চট্টগ্রামে এখনও ইন্টারনেটসেবা থ্রিজি ও ফোরজি গতি স্বাভাবিক হয়নি। আরটিভি

মোবাইল অপারেটর সূত্রে জানা গেছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুরে মোবাইল ফোনে ইন্টারনেট চালুর কথা বলা হয়। অপারেটরগুলো নির্দেশনা পাওয়ার পর সেবা চালুর কাজ শুরু করেছে।

সারাদেশে ১১ ঘণ্টা থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ থাকার বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, দেশে গত আগস্ট শেষে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৫৪ লাখ।

গ্রামীণফোনের হেড অব এক্সটারনাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেন, অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।

শুক্রবার (১৫ অক্টোবর) ভোর থেকে সারা দেশে মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেটসেবা বন্ধ ছিল। এর আগে সকালে ইন্টারনেটসেবা বন্ধ থাকার কারণে নিজেদের বিবৃতি দেয় দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক গ্রামীণফোন। গ্রামীণ ফোন বলছে, ‘অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়