শিরোনাম
◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করছে যুক্তরাষ্ট্র ◈ বিএনপি নেতা সাজুকে বহিষ্কার ◈ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: কাছাকাছি মার্কিন ঘাঁটি ও সামরিক শক্তির হিসাব ◈ এবার ভারত থেকে ইলিশ এল বাংলাদেশে, বেনাপোল বন্দরে ৫৩ কাটুন আটক ◈ দেশের বাজারে সব রেকর্ড ভেঙে সোনার দামে ইতিহাস ◈ ট্রাম্প প্রশাসনের বড় সিদ্ধান্ত: বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে ◈ নবম পে স্কেল: ফের বৈঠকে বসছে কমিশন, চূড়ান্ত হতে পারে একাধিক বিষয় ◈ নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা ◈ নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান অধ্যাপক আলী রীয়াজের ◈ অবৈধ পথে আসছে বাজারের বেশিরভাগ স্বর্ণ : এনবিআর

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ১২:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিভাগে মোবাইল ইন্টারনেট বন্ধই থাকছে

নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের সব বিভাগে মোবাইল ফোনে ইন্টারনেট বন্ধ থাকলেও শুক্রবার সন্ধ্যায় সাত বিভাগে ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়েছে। তবে চট্টগ্রামে এখনও ইন্টারনেটসেবা থ্রিজি ও ফোরজি গতি স্বাভাবিক হয়নি। আরটিভি

মোবাইল অপারেটর সূত্রে জানা গেছে, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুরে মোবাইল ফোনে ইন্টারনেট চালুর কথা বলা হয়। অপারেটরগুলো নির্দেশনা পাওয়ার পর সেবা চালুর কাজ শুরু করেছে।

সারাদেশে ১১ ঘণ্টা থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ থাকার বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসাবে, দেশে গত আগস্ট শেষে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী ১১ কোটি ৫৪ লাখ।

গ্রামীণফোনের হেড অব এক্সটারনাল কমিউনিকেশন মুহাম্মদ হাসান এক বিবৃতিতে বলেন, অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।

শুক্রবার (১৫ অক্টোবর) ভোর থেকে সারা দেশে মুঠোফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেটসেবা বন্ধ ছিল। এর আগে সকালে ইন্টারনেটসেবা বন্ধ থাকার কারণে নিজেদের বিবৃতি দেয় দেশের শীর্ষ মোবাইল ফোন নেটওয়ার্ক গ্রামীণফোন। গ্রামীণ ফোন বলছে, ‘অনিবার্য কারণবশত আমাদের ফোরজি ও থ্রিজি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়